Header Ads

ঈদের সময় নতুন জামা কাপড় কিনতেই হবে এমন কোন বাধা ধরা নিয়ম নেই, সামাজিক দূরত্ব বজায় রাখুন, আহ্বান বদরুদ্দীন আজমলের



অমল গুপ্ত, গুয়াহাটিঃ সারা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, মৃত্যর হার বেড়েই চলেছে, এই সময়  সামাজিক দূরত্ব বজায় রাখা খুবই জরুরি,  প্রত্যেককে মাস্ক পরাও আবশ্যক,  লক্ষ্য করা যারছে আসন্ন ঈদ উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের লোক কেনা কাটার নামে বাজার গুলিতে সামাজিক দূরত্ব না মেনে অযথা ভীড় জমাচ্ছে, তা পরিহার করা উচিত। এ আই ইউ ডি এফ-এর সাংসদ বদরুদ্দীন আজমল আজ এক বিবৃতিতে  এই পরামর্শ দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে বহু মানুষ অভুক্ত আছে,  বাজারে গিয়ে ভীড় জমিয়ে নতুন জামা কাপড় কিনতেই হবে এমন কোনও ধরা বাঁধা নিয়ম নেই। যেহেতু এবার সমবেতভাবে নামাজ হবে না,  নিজের নিজের বাড়ীতেই নামাজ পড়তে হবে, তাই করোনা ভাইরাসএর বিপদ থেকে বাঁচার জন্যে, নিজের পরিবারের সুরক্ষা, দেশের সুরক্ষার জন্যে আমাদের স্বাস্থ্যবিধি মানতেই হবে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.