Header Ads

অসমে করোনা আক্রান্ত ৯১ জন, উত্তর প্রদেশের ওওরিয়াতে ২৪ জন পরিযায়ী শ্রমিকের করুন মৃত্যু, ছড়িয়ে ছিটিয়ে পরে ছিল আধ পোড়া রুটি



নয়া ঠাহর, গুয়াহাটি: অসমে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হল ৯১ জন। ফ্যান্সি বাজারের আলু গুদাম এর  সঙ্গে সংস্পর্শ থাকা করোনা পজিটিভ ধরা পরা মংরু সাহানির সঙ্গে সম্পর্ক থাকা সুমন ঠাকুর,  মহেন্দ্র সাহর পজিটিভ ধরা পড়েছে। প্রথম জন ঠেলা চালক, দ্বিতীয় জন নাপিত বলে স্বাস্থামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানিয়েছেন। অসমের হাজার হাজার মানুষ বাইরের রাজ্যগুলোতে আটকে আছে। পায়ে হেঁটে, সাইকেলে আসতে দেখা যাচ্ছে। তাদের অধিকাংশ অভুক্ত অবস্থায় আছে,  সারা দেশে পরিযায়ী শ্রমিকরা আজও লকডাউনের ৪০ দিন পরও পথে পথে হাঁটছে। কোনো সরকারের সহযোগিতা নেই,  হাতে তাদের কানা করিও নেই। প্রতিদিন পথে পথে হেঁটে দুর্ঘটনায় পরে মারা যারছে। মহারাষ্ট্রের ঔরঙ্গবাদের এক রেল লাইনে রাতে শুয়ে থাকা অবস্থায় মালগাড়ি ১৬ জনকে পিষে মারে। লাইনে পরে থাকে আধ পোড়া রুটি আর ছেঁড়া চপ্পল, আজ ভোর রাতে  উত্তর প্রদেশের ও ওরিয়াতে এক ট্রাক দুর্ঘটনায় পড়ে ২৪ জন পরিযায়ী শ্রমিক মারা গেছেন। ৫৩ জন আহত হয়েছেন। মধ্যপ্রদে শের সাগরে এক দুর্ঘটনায় পরে ৬ জন শ্রমিক নিহত হয়েছেন। সারা দেশে পরিযায়ী শ্রমিকদের মৃত্যু মিছিল চলেছে। আজ ভোর রাতে দুটি ট্রাকের সংঘষের পর ঘটনা স্থলে ২৪ জন নিহত হন। নিহত শ্রমিকদের রাতের খাওয়ার সামান্য কয়েকটি আধ পোড়া রুটি ও ছড়িয়ে ছিটিয়ে পরে থাকতে দেখা গেছে। কেন্দ্রীয় সরকার পরিযায়ী শ্রমিকদের কল্যানে বহু কোটি টাকা বরাদ্দ করেছেন। কিন্তু হত দরিদ্র শ্রমিকগুলো সেই টাকা হাতে পাবে তো? তবে কবে পাবে? প্রশ্ন দেশের শ্রমিক সংগঠন গুলোর। পরিযায়ী শ্রমিকদের মৃত্য মিছিল চলছেই,  আজ ২৪ জন শ্রমিকের মৃত্যু, আজও উত্তর প্রদেশের দুর্ঘটনাস্থলে মৃত শ্রমিকদের   আধা পোড়া রুটি পরে থাকতে দেখা গেল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.