Header Ads

লকডাউনে চরম আর্থিক সঙ্কটে রেলওয়ে হকাররা


সানি রায়, পাঁচগ্ৰাম : লকডাউনের ফলে সমগ্ৰ দেশে বন্ধ রেলওয়ে পরিষেবা। এমতাবস্থায় বরাক উপত্যকায়ও দীর্ঘ দেড়মাস থেকে বন্ধ রেলওয়ে পরিষেবা।  চরম বিপাকে পড়েছেন দৈনিক পেশাধারী রেলের হকাররা। তারা রেলযাত্রীদের স্বার্থে নিত্যনৈমিত্তিক খাদ্য ও বিভিন্ন ধরনের সামগ্ৰীর যোগান দিয়ে উপার্জন করে পরিবার প্রতিপালন করেন। কিন্তু বর্তমানে তাদের জীবিকা নির্বাহ করা এক চরম হুমকির মুখে  দাঁড়িয়েছে। বুধবার দুপুরে সাংবাদিকদের ডেকে পাঁচগ্ৰাম কাগজকল সংলগ্ন পুরাতন থানার সামনে বরাক ভ্যালি ওয়েল ফেয়ার হকার সমিতির পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ও বিত্তমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে আর্থিক সহায়তার আর্জি জানান। সেইসঙ্গে, ৫ কেজি চাল ছাড়া সরকারের তরফ থেকে আর কোনো ধরনের সাহায্যই পাননি বলে আক্ষেপের সুরে জানান তারা। হকার সমিতির সম্পাদক সুভাষ দেবনাথ বলেন, প্রায় ১৫০০ জন হকার, বরাক উপত্যকার রেলওয়ে পরিষেবার সঙ্গে যুক্ত। তারা সবাই বরাক-ব্রহ্মপুত্র রেলওয়ে পরিষেবাতে বিভিন্ন সামগ্রী ফেরি করে তার উপার্জিত অর্থ দিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু বর্তমানে এদের রুজি রোজগারে চরম বিপর্যয় নেমে এসেছে। সুভাষবাবু হকারদের স্বার্থে সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য প্রদান করার জন্য জোরালো দাবি জানান।  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উজ্জ্বল পাল, বিপুল দাস, সতীশ দাস সহ আরও অন্যান্যরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.