রাজ্যের বিদ্যালয়গুলিতে জুলাই মাসের বদলে ১ মে থেকে ৩১ মে পর্যন্ত গরমের ছুটি, ৮টি বাসে করে কেন্সার রুগীরা বুম্বাই থেকে আসছে
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসম সরকার জুলাই মাসের বদলে ১ মে থেকে ৩১ মে
পর্যন্ত বিদ্যালয়ের গরমের ছুটি ঘোষণা করল। জুলাই মাসের বদলে মে মাস করা হল। আজ
শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এই ঘোষণা করেন। স্বাস্থ্যমন্ত্রী হিসাবে হিমন্ত
বলেন, বুম্বাই থেকে ৮টি বাসে করে কেন্সার রোগীরা আসছে। তাদের হোটেলে রেখে স্বাস্থ্যের পরীক্ষা করা
হবে। আজমের থেকে বাস এসেছে। মেবার বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা এসেছে। বাইরে থেকে
অসমের নাগরিকরা আসছে। এই সময় কঠিন সময়। বাইরে থেকে মানুষ
রোগ নিয়ে আসতে পারে। প্রতিটি ক্ষেত্রে সাবধানে থাকতে হবে। তিনি জানান, রাজ্যে ১৪
হাজার ২০০ জনের স্বাস্থ্যের পরীক্ষা করা হয়েছে। ডিফুকে নিয়ে ৭ টি টেস্টিং সেন্টার
আছে। তিনি বলেন, রাজ্যে ৭৫ থেকে ৫৬ শতাংশ রুগী সুস্থ হয়ে উঠছে। তবে কঠিন সময়
আসছে। তা মোকাবিলা করতে হবে।









কোন মন্তব্য নেই