Header Ads

সংবাদকর্মীদের জন্য অসম সরকারের জীবন বীমা ঘোষণা



সানি রায়, পাঁচগ্রাম : বরাক ভ্যালি মিডিয়া ফোরাম-এর কর্মকর্তাদের উত্থাপিত দাবির পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল সংবাদকর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার জীবন বীমা ঘোষণা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বরাক ভ্যালি মিডিয়া ফোরাম-এর কর্মকর্তারা। গত রবিবার, এক প্রেস বার্তায় একথা জানান উক্ত ফোরামের চেয়ারম্যান সুধন্যা সিনহা। এদিন, ফোরামে উপস্থিত কর্মকর্তারা জানান, বিগত কিছুদিন আগে মুখ্যমন্ত্রী যখন হাইলাকান্দি সফরে আসেন, তখন ফোরামের কর্মকর্তারা সরকারের সকল গুরুত্বপূর্ণ বিভাগের সঙ্গে সামঞ্জস্য রেখে দায়িত্ব পালন করে যাওয়া কর্মরত সাংবাদিকদের স্বার্থে স্বাস্থ্যবীমার দাবি সম্বলিত একটি স্মারকলিপি মুখ্যমন্ত্রীর ওএসডি শেখর দে-র হাতে তুলে দেন। এরই পরিপ্রেক্ষিতে রাজ্যের কর্মরত সাংবাদিকদের পারিবারিক সুরক্ষার স্বার্থে ৫০ লক্ষ টাকার জীবন বীমার ঘোষণা দেওয়ায় বেজায় সন্তোষ প্রকাশ করেন একাংশ সাংবাদিক সহ বরাক ভ্যালি মিডিয়া ফোরাম-এর কর্মকর্তারা। তাছাড়া, সমগ্ৰ বিশ্ব তথা দেশে এই সংকটময় পরিস্থিতিতে স্বাস্থ্য ও পুলিশ বিভাগের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে সংবাদকর্মীরাও অতন্দ্র প্রহরীর মতো সমাজের সচেতনতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছেন। তাই, অন্যান্য বিভাগের মতো সংবাদকর্মীরাও সরকার প্রদত্ত জীবন বীমা পাওয়ার উপযুক্ত। আর এই সঠিক সময়ে সংবাদকর্মীদের মনোবল বাড়াতে রাজ্যসরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এই উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করায় তার প্রতি কৃতজ্ঞতা সহ অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন বরাক ভ্যালি মিডিয়া ফোরাম-এর কর্মকর্তারা। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক সানি রায়, সক্রিয় সদস্য শমীন্দ্র পাল, রাহাতুল আক্তার বড়ভূইয়া সহ অন্যান্যরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.