Header Ads

কলকাতায় অসমের হাজার হাজার মানুষ আবদ্ধ, কলকাতাকে বাদ, অবিলম্বে ট্রেন চালানোর দাবি জানালেন বিধায়ক কমলাখ্য দে পুরকায়স্থ


অমল গুপ্ত, গুয়াহাটি : প্রায় দুমাস পর আজ প্রথম নয়া দিল্লি থেকে ডিব্রুগড় গামী বিশেষ যাত্রীবাহী ট্রেন গুয়াহাটি হয়ে ডিব্রুগড় গেল  গুয়াহাটি রেলওয়ে স্টেশনে প্রায় ৭০ জন নামেন, কোকরাঝাড়ে ,১০ জন নামেন, ডিব্রুগড় স্টেশনে প্রায় ৮০০ যাত্রী নামবেউত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ অফিসার শুভানন চন্দ আজ এই তথ্য দিয়ে বলেন,  নিউ দিল্লি ডিব্রুগড় বিশেষ ট্রেনটিতে অসমের ১১২২ জন যাত্রী ছিলেনকলকাতায় অসমের হাজার হাজার যাত্রী আটকে আছে, বরাক উপত্যকার বহু যাত্রী দুমাসেরও বেশি সময় ধরে কলকাতায় বসে আছে, হাতে তাদের কানা কড়িও নেইকলকাতার ট্রেন সম্পর্কে সি পি আর বলেন, পশ্চিমবঙ্গের সরকার অসম সরকারকে কলকাতা থেকে যাতায়াতের জন্যে বিশেষ ট্রেন দেওয়ার অনুরোধ জানাতে হবেপূর্ব রেলওয়েকে এই অনুরোধ জানাতে হবে কোনো সরকার এই অনুরোধ  জানায়নি জানালে তারা জানতে পারতেন, কলকাতা অসম হাউসের ডিরেক্টর অসীম ভট্টাচার্য বলেন,  গুয়াহাটি গামী কোন ট্রেন দেওয়ার কথা তাদের জানা নেই  আগামীকাল চেন্নাই থেকে এক শ্রমিক স্পেশাল সরাসরি অসমে আসবে বলে সি পি আর চন্দ জানানতিনি বলেন, পশ্চিমবঙ্গে কোনো স্টপেজ নেইগুয়াহাটিতে আজও বহু ব্যাক্তি আটকে আছেন ১৪ জনের এক দল শিলং, কামাখ্যা ধাম ঘুরতে এসে গুয়াহাটিতে ফেঁসে যান প্রায় লক্ষ টাকা দিয়ে গাড়ি ভাড়া করে কলকাতা ফিরে যানকরুন অবস্থা শিলচর অম্বিকাপুরের তন্ময় মহারাজ আর অমিত চক্রবর্তীর কলকাতা থেকে তন্ময় মহারাজ জানান, দুমাসের বেশি সময় কলকাতায় পশ্চিমবঙ্গের সাহায্য নিয়ে কোনোরকমে আছেন শারীরিক মানসিকভাবে ভেঙে পড়েছে, হাতে পয়সা কড়ি নেইঅসম হাউসের ডিরেক্টর অসীম ভট্টাচার্য কথা দিয়েছেন, কিছু একটা ব্যবস্থা করে দেবেনআজ ব্যাংক অফ বরদার শ্যামবাজার শাখার ব্রাঞ্চ ম্যানেজার তিমির সাহা মহারাজের সঙ্গে দেখা করে কিছু সাহায্য করেছেনগুয়াহাটি বরাকের বাঙালি নেতারা অভিযোগ করেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজিয়ার জন্যে কি কলকাতাকে বাদ দিয়ে ট্রেন চালু করা হলো? অসমের মানুষকে বলির পাঁঠা করা হচ্ছে কেন? শিলচরের বিজেপি বিধায়ক দিলীপ পাল বলেন ট্রেন দেওয়ার ব্যাপারে তাদের কোনো হাত নেই তার শিলচর নির্বাচন কেন্দ্রের ভোটার তন্ময় মহারাজ সম্পর্কে বলেন, সে সবকে বিরক্ত করছেতার কাছে হাজার টাকা সাহায্য চেয়েছিলবলেন আমি তো সব পরিবারকে সাহায্য করে চলেছি অসম হাউসে বলেও দেওয়া হয়েছেআর কি করতে পারি? উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ অবিলম্বে কলকাতার সঙ্গে অসমের ট্রেন চালু করার দাবি জানানতিনি বলেন, প্রধানমন্ত্রী কোটি কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন। কিন্তু মানুষ যদি খেতেই না পাই, সেই প্যাকেজের কি প্রয়োজন? কলকাতায় অসমের হাজার হাজার মানুষ আবদ্ধ হয়ে আছে তাদের জন্যে অবিলম্বে ট্রেন চালুর দাবি জানান পুরকায়স্থরাজ্যের মানুষকে নিজের রাজ্যে ফিরিয়ে আনতে চাইলে সেই রাজ্যকে ট্রেন, বাসের ভাড়া মেটাতে হবে বলে কেন্দ্রীয় সরকারের নির্দেশ পশ্চিমবঙ্গ মানবে না বলেছেঅসমের মানুষ পশ্চিমবঙ্গে আবদ্ধ থাকলে অসম সরকারকে ভাড়া মেটাতে হবেট্রেনের জন্যে রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ করতে হবেসেই অনুরোধ আজও করা হয়নি বলে এন এফ রেলওয়ের সি পি আর চন্দ জানানপশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের অবস্থা ভালো নয়, স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা পশ্চিমবঙ্গের জটিল অবস্থা সম্পর্কে বলেছেন, প্রয়োজন পড়লে পশ্চিমবঙ্গের মানুষকে স্ক্রিনিং করে অসমে ঢোকার অনুমতি দেওয়া হবে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.