Header Ads

ভারতে আক্রান্তের সংখ্যা ৭৮ হাজারের বেশি



দিল্লি : ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন প্রতিদিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৩৭২২ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওযা গেছে। যার জেরে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ছাড়িয়ে গেল। বৃহস্পতবার সকাল অবধি দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭৮০০৩। শুধুমাত্র মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ছুঁইছুঁই। করোনার হানায় ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১৩৪ জনের। ফলে কোভিডের কারণে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৫৪৯। তবে করোনায় মৃত্যুর পাশাপাশি সুস্থ হয়ে ওঠার হারও উল্লেখযোগ্য বেড়েছে। এই রোগে আক্রান্ত হয়ে এখনও অবধি সুস্থ হয়েছেন ২৬ হাজার ২৩৫ জন। যা মোট আক্রান্তের প্রায় ৩৩.৬৩ শতাংশ। করোনায় আক্রান্তের সংখ্যায় এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। ২৫ হাজার ৯২২ জন এখনও অবধি আক্রান্ত হয়েছেন সেখানে। করোনা হানায় ৯৭৫ জন প্রাণ হারিয়েছেন বাণিজ্য নগরীতে। এরপরই রয়েছে গুজরাট, সেখানে প্রাণ হারিয়েছেন ৫৬৬ জন। আক্রান্ত হয়েছেন ৯২৬৭ জন। মৃত্যুর সংখ্যা ৬৪ তে আটকে থাকলেও তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যার হিসাবে এরপরেই রয়েছে যথাক্রমে দিল্লিতে ৭,৯৯৮, রাজস্থানে ৪,৩২৮, মধ্যপ্রদেশে ৪,১৭৩, এবং উত্তরপ্রদেশে ৩,৭২৯ বলে খবর রয়েছে এখন পর্যন্ত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.