Header Ads

বরাকের বিভিন্ন স্থানে ভাষা শহীদ দিবস পালনের টুকরো খবর



নয়া ঠাহর প্রতিবেদন, হাইলাকান্দি : গতকাল ছিল অমর ঊনিশে মে,  নিজ মাতৃভাষা তথা বাংলা ভাষার  মর্যাদা রক্ষায় ১৯৬১ সালের এই দিনে,  নিজেদের প্রাণের আত্মাহুতি দিয়েছিলেন বরাকের এগারো জন বীর শহীদ  বিগত বর্ষের মতো জাঁকজমকপূর্ণ না হলেও বর্তমানে কোভিড-১৯ নিয়ে লকডাউন চলাকালীন পরিস্থিতিতে সরকারি নির্দেশ মেনে তথা সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদ দিবস পালিত হয় হাইলাকান্দিতে  এদিন সকালে শহরের জিলা উপায়ুক্তের বাংলোর সামনে শহীদ বেদীতে পুস্পস্তবক, মাল্যদান এবং গান, কবিতা আলোচনার মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শহরের বিভিন্ন সংগঠন সহ জনসাধারণরাজনৈতিকতার ঊর্ধ্বে উঠে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে সামিল ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপির সক্রিয় সদস্য গৌতম রায়ওতাছাড়া, বিজেপির জিলা সভাপতি স্বপন ভট্টাচার্য সহ স্থানীয় বরিষ্ঠ ব্যক্তিদেরকেও একাদশ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়

নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : যথাযোগ্য মর্যাদায় ঊনিশে মে, ভাষা শহীদ দিবস পালন করলো সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ-শিলচর। যদিও এবার 'করোনা' আতঙ্কে অবস্থা অপ্রতিকুল, তবুও, যতটুকু সম্ভব সরকারি নির্দেশ মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতি বছরের ন্যায় এবারও সম্মিলিত মঞ্চ প্রায় সপ্তাহব্যাপী তাদের" হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় ঊনিশ" শীর্ষক অনুষ্ঠানে  গৃহবন্দী অবস্থায় অনলাইনে নাচ, গান, কবিতার মাধ্যমে কবিগুরুর জন্মজয়ন্তী উদযাপন করে। তাছাড়া, ১৯ শে মে, ভাষা শহীদ দিবসকে কেন্দ্র করে গত আঠারো মে, শিলচর শ্মশানঘাটের শহীদ বেদীতে আল্পনা আঁকা সহ ঊনিশের পথচলা, ইত্যাদি অনুষ্ঠান সহ গতকাল ঊনিশে মে, শিলচর ভাষা শহীদ স্টেশনের শহীদমিনারে  নাচ, গান কবিতার মাধ্যমে একাদশ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। তাদের সপ্তাহব্যাপী 'হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় ঊনিশ' শীর্ষক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ।



নয়া ঠাহর প্রতিবেদন, উধারবন্দ : একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে ১৯ শে মে, ভাষা শহীদ দিবস। তাই, একটু অনাড়ম্বরের মধ‌্য দিয়ে সরকারি নিয়মনীতি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস পালন করল উধারবন্দের মাতৃভাষা ঐক্যমঞ্চ। উল্লেখ্য, এদিন, ১৯ শে মে, ভাষা শহীদ দিবসকে কেন্দ্র করে মঞ্চের পক্ষ থেকে "তর্পন" শীর্ষক একটি স্বরণিকা উন্মোচিত হয়। এছাড়া, একাদশ শহীদ বেদীতে পুস্পার্ঘ প্রদানের পাশাপাশি নাচ, গান, কবিতা ও স্মৃতিচারণের মাধ্যমে ভাষা শহীদ দিবস পালিত হয়।



নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : যথাযোগ্য মর্যাদায় একাদশ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিলচর কলেজ রোড-সুভাষনগর-এর বিশিষ্ট সাংস্কৃতিক সংস্থা নবারূণ। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সদস্যতার পাশাপাশি নবারূণ-এর সদস্যরা নিজেদের ব্যক্তিগত সংস্থার পক্ষ থেকে অন্যান্য বছরের মতো এবারও গত ১৮ ই মে, শিলচর শ্মশানঘাটের শহীদ বেদীতে আল্পনা অঙ্কনের মাধ্যমে একাদশ শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাছাড়া, গতকাল অর্থাৎ ১৯ শে মে, সকাল ৮ টায় শিলচর ‌শ্মশানঘাটের শহীদ বেদীতে ও শিলচর ভাষা শহীদ স্টেশনের শহীদমিনারে পুস্পার্ঘ প্রদান করে একাদশ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।  এরপর সন্ধ্যা ছয়টায় ক্লাবের অস্থায়ী শহীদ বেদীতে এগারোটি প্রদীপ জ্বালিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নবারূণ সাংস্কৃতিক সংস্থার সদস্যবৃন্দ সহ এলাকার জনসাধারণ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.