Header Ads

ঊনিশে মে, স্মরণে


বদরপু্র : করোনা আতঙ্কে সমস্ত দেশ তথা রাজ্য জুড়ে চলছে লকডাউন। সবাই গৃহবন্দী। তাই, গৃহবন্দী অবস্থায় নিজের স্বরচিত কবিতার মাধ্যমে একাদশ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বদরপুরের এই কবিতা লেখিকা-




হে ঊনিশে মে, তোমারে করি স্মরণ-
প্রতি এগারো জন শহিদেরে করিয়া বরণ,
সেই ১৯৬১-তে নিষ্ঠুর পুলিশের গুলিতে-
তরতাজা প্রাণ গুলো
লুটিয়েছিল ধূলিতে,
যার ফলে বাংলা ভাষা
আদি কাছাড়ে-
স্বীকৃতি পেয়েছিল অটুট নিনড়ে,
বঙ্গমায়ের বীর সেনানীর
আশা- সবার অন্তরের
প্রিয় বাংলা ভাষা।
বেঁচে ছিল, আছে-থাকবেও অটুট-
যতদিন বাঁচবে পৃথিবী ও
মানব জাতির জোট।

লেখকের পরিচয়: ধরিত্রী (দে) চৌধুরী, বদরপু্র।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.