Header Ads

বিশ্বে করোনা আক্রান্তের তালিকায় ৪র্থ রাশিয়া, ২৪ ঘণ্টায় শনাক্ত সাড়ে ১১ হাজার !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়
ইউরোপের প্রতিবেশি দেশগুলোতে যখন করোনায় আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে, ওই সময় রাশিয়ায় বিস্ফোরণ ঘটিয়েছে করোনা ভাইরাস। ভ্লাদিমির পুটিনের দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১ হাজার ৬৫৬ জন রোগী শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ২১ হাজার ৩৪৪। এর ফলে ফ্রান্স ও ইতালিকে পেছনে ফেলে বিশ্বে মহামারিতে আক্রান্ত দেশগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে চলে এসেছে রাশিয়া।

করোনা জরিপের আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান থেকে সোমবার (১১ মে) রাত ৯ টায় এসব তথ্য পাওয়া গেছে।
আয়তনে বিশ্বের বৃহৎ এই দেশটিতে আক্রান্তে সংখ্যা বাড়লেও মৃতের সংখ্যা তুলনামূলক কম। রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৯৪ জন। মোট মৃতের সংখ্যা ২ হাজার ৯ জন। ইউরোপের দেশগুলোর মধ্যে সবথেকে কম মৃত্যুহার এখন রাশিয়ায়। তবে অবস্থা দ্রুত খারাপ হতে পারে এমন আশঙ্কাও রয়েছে।
দেশটিতে ১ লাখ ৭৯ হাজার ৫৩৪ জন রোগী বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ২ হাজার ৩০০ জনের অবস্থা সংকটাপন্ন। চিকিৎসায় সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৮০১ জন রোগী।
রাশিয়ায় মোট আক্রান্তের অর্ধেকের বেশিই রাজধানী মস্কোতে। গত ২৪ ঘন্টায় শুধু মস্কোতেই আক্রান্ত হয়েছেন ৬,১৬৯ জন। শহরটিতে মোট আক্রান্ত প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ।
ইউরোপের অন্য দেশগুলোতে যখন প্রতিদিন শত শত মানুষ প্রাণ হারাচ্ছিল তখন সংক্রমণের প্রাথমিক অবস্থায় ছিল রাশিয়া। একেবারেই ধীরগতিতে দেশটিতে শুরু হয় করোনা সংক্রমণ। তবে গত দু সপ্তাহে রাতারাতি অবস্থা খারাপ হয়ে গেছে দেশটিতে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.