Header Ads

টংলায় উনিশে স্মরণ উঃ পূঃ ভারত বাংলা সাহিত্যসভার উদ্যোগে



সঞ্জয় সাহা, টংলাঃ সারা বিশ্বে ত্রাস সৃষ্টি করা করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ভারত সরকারের ঘোষিত লকডাউন ৪র্থ পর্যায় চলাকালীন আজ ওদালগুরি জেলার টংলা শহরের মডেল হাইস্কুল প্রাঙ্গনে উত্তর-পূর্ব ভারত বাংলা সাহিত্যেসভার উদ‍্যোগে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষয়িত্রী, কিছু বিশিষ্ট নাগরিক ও উঃপূঃ ভারত বাংলা সাহিত্যেসভার কর্মকর্তাদের নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে উদযাপিত করলো 'অমর উনিশ'। আজকের সভায় উপস্থিত ছিলেন ডঃ অভিজিৎ চক্রবর্তী, অধ্যাপক, বাংলা বিভাগ, টংলা কলেজ, স্বপন আচার্য, অধ্যাপক, টংলা কলেজ ও উপ-সভাপতি উঃপূঃ ভারত বাংলা সাহিত্যসভা, ভজন সরকার, প্রধান শিক্ষক, টংলা মডেল হাইস্কুল, অসীম কুমার বসাক, সম্পাদক, উঃপূঃ ভারত বাংলা সাহিত্যসভা, পলাশ দে, সদস‍্য উঃপূঃ ভারত বাংলা সাহিত্যসভা, আশিষ দাস, সদস‍্য উঃপূঃ ভারত বাংলা সাহিত্যসভা, নিতাই সাহা, আশিষ কুমার বসাক, লক্ষন কুন্ডু, সহকারী শিক্ষক, বিজয়া দে, রীতা ঘোষ সহকারী শিক্ষয়িত্রী, টংলা মডেল হাইস্কুল, তপন মোদক প্রমুখ। অনুষ্ঠান শুরু হয় সকাল সাড়ে এগারোটায় পায়েল সরকারের উদ্বোধনী সঙ্গীত দিয়ে সঙ্গে তবলা বাদক থাকেন সঞ্জীব রায় (বুলি) এরপর শহিদের স্মরণে প্রদীপ প্রজ্বলন। প্রদীপ প্রজ্বলন করে মুখ‍্য অতিথি ডঃ অভিজিৎ চক্রবর্তী অধ্যাপক, বাংলা বিভাগ, টংলা কলেজ। মাল‍্যার্পণ করেন সম্মানীয় অতিথি ভজন সরকার। সভার সভাপতিত্ব করেন স্বপন আচার্য, অধ্যাপক, টংলা কলেজ ও উপ-সভাপতি উঃপূঃ ভারত বাংলা সাহিত্যসভা। অনুষ্ঠানের মুখ‍্য অতিথি ডঃ অভিজিৎ চক্রবর্তী উনিশের স্মরণে ১৯৬১ সালের ঘটনার উপর আলোকপাত করেন এবং ভাষা প্রসঙ্গে অনেক কথাই বলেন তিনি। সভাপতি স্বপন আচার্য ভাষণ প্রসঙ্গে উনিশে ভাষা শহিদের স্মরণে বলেন। তিনি বর্তমানে চলা বিশ্বের ত্রাস সৃষ্টি করা করোনা ভাইরাসের উপর ও আলোকপাত করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.