Header Ads

হাফলঙে পালিত হল একাদশ ভাষা শহিদ দিবস

বিপ্লব দেব, হাফলং, ১৯ মেঃ  ১৯৬১ সালের ১৯ মে অর্থাৎ আজকের এই দিনে নিজের মাতৃভাষা তথা বাংলা ভাষা রক্ষা করার জন্য নিজের প্রান বিসর্জন দিয়েছিলেন ১১ জন বীর বীরাঙ্গনা। নিজের মাতৃভাষা রক্ষার জন্য শিলচর রেল স্টেশনে পুলিশের গুলিতে শহিদ হয়েছিলেন ১১ জন।

তারপর থেকেই প্রতি বছর ১৯ মে দিনটি একাদশ ভাষা শহিদ দিবস হিসেবে পালন করা হয়। এই একাদশ ভাষা শহিদ দিবস এখন শুধু বরাক উপত্যকায় পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনা। এখন রাজ্য তথা দেশের বিভিন্ন অংশে এই একাদশ শহিদ দিবস পালন করা হয় যথাযোগ্য মর্যাদায়। এর ব্যতিক্রম নয় ডিমা হাসাও জেলার সদর শহর হাফলং। মঙ্গলবার ডিমা হাসাও ভাষা সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে হাফলঙে পালন করা হয় একাদশ ভাষা শহিদ দিবস। এদিন অস্থায়ী একাদশ শহিদ স্মারকে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির সভাপতি মুকুল দে সহ-সভাপতি রজত কান্তি নাথ, আশিষ দত্ত, পৃথ্বীশ ভট্টাচার্য সহ অনান্য সদস্যরা।   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.