Header Ads

বরাকের সাপ্তাহিক টুকরো খবর


নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়া : বিহাড়া যুধিষ্ঠির সাহা হায়ার সেকেণ্ডারী স্কুলে গত সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বিভিন্ন রাজ্য থেকে আসা প্রায় ৫০ জনকে কোয়ারেন্টাইন করা হয়। আগত ব্যক্তিরা বেঙ্গালুরু, মুম্বাই, দিল্লী, আহমেদাবাদ, ছত্তীশগড়, আগরতলা ও মেঘালয়ের। তারা মুলত: শিলচর, সোনাই, ধলাই, বড়খলা ও কাটিগড়া বিধানসভা এলাকার বলে জানান নোভেল অফিসার নিরূপম নাথ। তাছাড়া, বিহাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাবণ্য বরো কোয়ারেন্টাইনে থাকা আগত  সবাইকে নিয়মশৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান।


হাইলাকান্দি : হাইলাকান্দি জিলার ৫০ শয্যা বিশিষ্ট সন্তোষ কুমার রায় সিভিল হাসপাতালকে কোভিড হাসপাতালে পরিণত করতে সক্ষম হয়েছে জিলা প্রশাসন। তাছাড়া, জিলায় বাইরের রাজ্য থেকে এ পর্যন্ত প্রায় ৩৭০ জন লোকের আগমণ ঘটেছে এবং আরও ২৪০০০ হাজারের অধিক লোকের আগমনের জন্য মিস্ কলের মাধ্যমে আবেদন পড়েছে বলে জানা গেছে। গত মঙ্গলবার জিলা উপায়ুক্তের কনফারেন্স হলে, আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানান জিলার নবাগত উপায়ুক্ত এম.এন.দাহাল। এছাড়াও, বৈঠকে কোভিড-১৯ মোকাবিলা সংক্রান্ত পরামর্শ ও দেন তিনি। তৎসঙ্গে সংবাদ মাধ্যমের সক্রিয় সহযোগিতা কামনা করে সকল সাংবাদিকদের সুরক্ষিত থেকে  সংবাদ পরিবেশন করার আহ্বান জানান উপায়ুক্ত এম.এন.দাহাল।


বিহাড়া : দেশের মহিলাদের উনুনের ধোঁয়া থেকে মুক্ত করতে সরকারের উজ্জলা যোজনা। কিন্তু কিছু দুর্নীতিবাজদের বাড়বাড়ন্তে সরকারের এই মহৎ যোজনাগুলি কোনভাবেই পৌঁছাচ্ছে না জনগণের কাছে। কিছুদিন আগে এমনই একটি ঘটনার শিকার হন কাটিগড়ার মুকুল রানী দাস। জানা যায়, প্রায় এক বছর আগে উজ্জলা যোজনার অধীনে গ্যাসের আবেদন করেন মুকুল রানী দাস। কিন্তু গ্যাস এজেন্সি থেকে তার আবেদনের কোন সাড়া পাননি তিনি। তারপর হঠাৎ করেই মোবাইলে গ্যাস বুকিংয়ের ম্যাসেজ, ব্যাঙ্কের খাতায় জমা পড়া ৮৭৪ টাকা ইত্যাদি দেখে রীতিমতো অবাক হয়ে পড়েন তিনি। এনিয়ে বিহাড়া পুলিশ ফাঁড়িতে একটি মামলা ও দায়ের করেন মুকুল রানী দাস। তদন্ত চলছে। তবে, মামলা দায়ের করার  সাথে সাথেই গ্যাস পাচ্ছেন দুবছর আগের আবেদনকারীরা। এবার স্থানীয় এজেন্টদের মাধ্যমে কয়েকটি বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে গ্যাসের চুলা, সিলিণ্ডার সহ বাকি সামগ্ৰী। শুধু তাই নয় সঙ্গে দেওয়া হচ্ছে দুবছর আগে রুপালি গ্যাস এজেন্সির নামে ইস্যু হওয়া গ্যাসের বই ও রসিদ। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ইস্যু হওয়া গ্যাস সংযোগ হিতাধিকারীদের কাছে পৌঁছাতে দুবছর সময় কেন লাগলো? তাছাড়া, এতো দিন থেকে হিতাধিকারীদের দেওয়া সরকারের সাবসিডি গেল কোথায়? এ নিয়ে রুপালি গ্যাস এজেন্সির অবস্থানই বা কি? এমন বিভিন্ন প্রশ্ন জাগছে স্থানীয় সচেতন মহলে। এ নিয়ে রুপালি গ্যাস এজেন্সির সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে কোন সংযোগ পাওয়া যায়নি বলে জানান স্থানীয় জনসাধারণ।

বদরপু্র : প্রতি বছরের মতো এবারও বিভিসিল এবং বদরপুরের বেসরকারি সংগঠন আওয়াজ ফাউন্ডেশন এর যৌথ ভাবে ২০০ জন অসহায় দুস্থ মানুষের হাতে ঈদ কীট তুলে দেন। জানা যায়, ২০০৪ সাল থেকে আজ অবধি প্রতি বছর আওয়াজ ফাউন্ডেশন সহযোগে ঈদের সময় অসহায় মানুষদের সেবা করার পাশাপাশি বন্যা, মহামারী সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষদের পাশে দাঁড়ায় বিভিসিল বলে জানান সাধারণ সম্পাদক আফজল হোসেন ও ফাউন্ডেশনের মুখ্য উপদেষ্টা তথা প্রাক্তন পঞ্চায়েতের সহ-সভাপতি সাব্বির আহমেদ শিবু। পুরো অনুষ্ঠানটির সভাপতিত্ব  করেন ফাউন্ডেশনের সভাপতি আব্দুল হান্নান। এছাড়া, বিভিসিল এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চন্দন গোস্বামী, সত্যজিৎ বাবু সহ অন্যান্যরা এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাকির আহমেদ, দিলওয়ার হোসেন সহ বদরপুরের স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

শিলচরঃ লকডাউনের ফলে দিন হাজিরা করা শ্রমিকরা অসহায় হয়ে পড়েছে। গরিব লোকদের পাশে দুর্দিনে এসে দাঁড়ায় আজমল ফাউন্ডেশন। বৃহস্পতিবার শিলচর নিবেদিতা নারী সংস্থার অনাথ আশ্রমে আজমল ফাউন্ডেশন চাল, ডাল, তেল, বুট, চিনি, বিস্কুট, ফল, মাস্ক, হ্যান্ড সেনিটাইজার, সাবান, টুথপেস্ট সহ শিশুর অন্যান্য সামগ্রীও বিতরণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি দিলীপ কুমার দে, বিশেষ অতিথি ড. অরুণ পালচৌধুরী, সাধন পুরকায়স্থ, আজমল ফাউন্ডেশনের মতিউর রহমান, করিমুদ্দিন বরভূঞা, সামিনুল হক বরভূঞা তথা নিবেদিতা নারী সংস্থার পরিচালিকা দিব্বা রায় সহ সংস্থার সহকর্মীরা।

অনুপম পাল,বালিপিপলা: লকডাউন চলাকালীন দরিদ্রতার শিকার হচ্ছেন ত্রিপুরার বিভিন্ন এলাকার অসংখ্য মানুষ। গত ২৫ শে মে, সোমবার ত্রিপুরার বিশিষ্ট সংগঠন "আমরা বাঙালি" তাদের মনু ব্লক কমিটির উদ্যোগে ৮২ মাইল(বিরাশি) এলাকার অন্তর্গত কালানজয় সিং পাড়ায় দরিদ্র তথা অসহায় পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী বিতরণ করে। জানা যায়, প্রথম পর্যায়ের লকডাউনের সময় থেকেই অসহায় দরিদ্রদের সেবায় নিজেদেরকে নিয়োজিত করে রেখেছেন এই "আমরা বাঙালি" সংগঠনের সকল কর্মকর্তারা। এদিন ত্রাণ বন্টনকালে উপস্থিত ছিলেন "আমরা বাঙালি"-র মনু ব্লক কমিটির সচিব প্রাণেশ দাস ও ধলাই জিলা কমিটির সদস্য বিক্রম সরকার সহ অন্যান্যরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.