টংলায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
সঞ্জয় সাহা, টংলাঃ ওদালগুড়ি জেলার টংলা শহরের ২নং ওয়ার্ড
জালুকবাড়ি শনি মন্দিরের সামনে অকন রাভা, রাজ কুমার প্রসাদ, ভীম প্রসাদ ও
ফকির আনসারির বাড়ি আগুনে পুড়ে যায়। ঘটনাটি সংঘটিত হয় কাল রাত ৯টা নাগাদ।
একাংশের দাবি আগুনের সূত্রপাত হয় ফকির আনসারির বাড়ির রান্না ঘর থেকে। কিন্তু কিভাবে আগুন লাগলে তা এখনও জানা যায়নি। দেখতে দেখতে আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়িগুলোতেও।
আগুন লাগার খবর পেয়ে তৎক্ষণাৎ এসে পৌঁছন পুলিশ বাহিনীর সঙ্গে সাব-ইন্সপেক্টর
উপেন চন্দ্র বর্মন। চলে আসে দমকল বাহিনী। পরে, খয়রাবাড়ি দমকল বাহিনীও এসে পৌঁছয়।
রাত ৯.৩০ নাগাদ প্রথম গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়। পরে, এক এক করে মোট ছয়টি গেস সিলিন্ডার ব্লাস্ট
হয়।
টংলা ও খয়রাবাড়ি দমকল বাহিনীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান সাব-ইন্সপেক্টর উপেন চন্দ্র বর্মন ।মোট খয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লক্ষ টাকা হতে পারে বলে জানান তিনি। অকন রাভার পত্নী সামেলি রাভা জানান তিনি তার দুটি পুত্রকে নিয়ে এই বাড়িতে থাকেন। অকন রাভা ভারতীয় সুরক্ষা বাহিনীতে রাজস্থানে নিয়োজিত বলে জানান সামেলি রাভা। তিনি জানান গতকাল আগুন লেগেছিল তার পাশের বাড়িতে কিন্তু তিনি কিছু সময় বাদ বেরিয়ে দেখেন প্রচুর ধোঁয়া তার বাড়ির চারপাশে। তিনি কোনো মতে তার দুই ছেলেকে নিয়ে প্রাণে বাঁচেন। তিনি বলেন তার পাশের বাড়ি ফকির আনসারির। ফকির আনসারি কোনো খবর না দিয়ে বা কাউকে না জানিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সামেলি রাভা ঘর থেকে কিছু বের করতে পারেন নি। সব কিছু আগুনে পুড়ে ছাই হয়।
টংলা ও খয়রাবাড়ি দমকল বাহিনীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান সাব-ইন্সপেক্টর উপেন চন্দ্র বর্মন ।মোট খয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লক্ষ টাকা হতে পারে বলে জানান তিনি। অকন রাভার পত্নী সামেলি রাভা জানান তিনি তার দুটি পুত্রকে নিয়ে এই বাড়িতে থাকেন। অকন রাভা ভারতীয় সুরক্ষা বাহিনীতে রাজস্থানে নিয়োজিত বলে জানান সামেলি রাভা। তিনি জানান গতকাল আগুন লেগেছিল তার পাশের বাড়িতে কিন্তু তিনি কিছু সময় বাদ বেরিয়ে দেখেন প্রচুর ধোঁয়া তার বাড়ির চারপাশে। তিনি কোনো মতে তার দুই ছেলেকে নিয়ে প্রাণে বাঁচেন। তিনি বলেন তার পাশের বাড়ি ফকির আনসারির। ফকির আনসারি কোনো খবর না দিয়ে বা কাউকে না জানিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সামেলি রাভা ঘর থেকে কিছু বের করতে পারেন নি। সব কিছু আগুনে পুড়ে ছাই হয়।
কোন মন্তব্য নেই