Header Ads

অসমে ৭৭৪ জন পজিটিভ, বিমান যাত্রীর মধ্যে একজন পজিটিভ, সে গুয়াহাটির বাসিন্দা


নয়া ঠাহর, গুয়াহাটি : অসমে করোনা আক্রান্ত ৭৭৪ ছাড়িয়ে গেল। এবার বিমানে আসা এক ব্যক্তির দেহে পজিটিভ ধরা পড়লো। গুয়াহাটির কয়রেন্টিন সেন্টারে আর জায়গা নেই। কটন কলেজের হোস্টেল, টিবি হাসপাতাল, আয়ুর্বেদিক কলেজে প্রভৃতি জায়গাতে কয়রেন্টিনে সেন্টার করা হয়েছে। সোনাপুরের কোভিড হাসপাতালে ২০০টি বেড আছে। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ জানিয়েছেন, বোখাকাথের বন্তী শইকিয়া স্বামী অজিত শইকিয়া দুজনে দিল্লি গিয়েছিলেন। সেখানে স্বামী-স্ত্রী উভয়ের কোভিড সংক্রমণে ধরা পড়ে। সেখানে অজিত বাবু মারা যান। তার দেহ ১০ দিন মর্গে পড়ে ছিল। মুখ্যমন্ত্রীর চেষ্টায় সেই দেহ সৎকারের ব্যবস্থা হয়। সংক্রমণ নিয়ে আসা পত্নীর এখানে স্বাস্থ্য পরীক্ষা করে দেখা যায় কোনো সংক্রমণ নেই। তিনি আজ আবার বলেন, ১০ জুনের পর সংক্রমণ কমে যাবে। তিনি বলেন, ৭৭৪ জন সংক্রমিত হয়েছে, ৭০৫ জন আক্টিভ এবং ৬২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.