Header Ads

চলতি লকডাউনের সময় অসমের প্রায় হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে, প্রধানমন্ত্রীর ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ, সেই ক্ষতি পূরণের সুবর্ণ সুযোগ, আরো ১৪ দিন লকডাউন বৃদ্ধির সুপারিশ করেছেন মুখ্যমন্ত্রী



অমল গুপ্ত, গুয়াহাটিঃ লকডাউনের ফলে অসমে প্রায় এক হাজার কোটি টাকা লোকসান হয়েছেগরিবের বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ অসমের জন্যে সুবর্ণ সুযোগ এনে দিয়েছে লোকসান পূরণ করে সার্বিক কল্যাণের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবেআজ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল খানাপাড়া স্টাফ এডমিনিষ্ট্রটেটিভ কলেজে এক সাংবাদিক সম্মেলনে এই আশা পোষণ করেন এম এস এম - এক সমীক্ষার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে লক্ষ ক্ষুদ্র শিল্প উদ্যোগে প্রায় ৪০ লক্ষ কর্মী আছেপ্রায় হাজার শিল্প উদ্যোগ অচল হয়ে পড়ে আছে লক্ষের বেশি শিল্প উদ্যোগ রুগ্ন, প্রধানমন্ত্রীর আর্থিক প্যাকেজকে সদ্ব্যবহার করে রুগ্ন শিল্পকে বাঁচিয়ে তুলতে হবেকরোনা ভাইরাস এক ব্যাতিক্রমী সংক্রমণ তা থেকে সজয়েই মুক্তি পাওয়া যাবে নাসামনে হিমালয় সদৃশ চ্যালেঞ্জ, তা মোকাবিলা করার ধর্য্য রাখতে হবে বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন হাজার প্রতিকূলতার মধ্যেও আমরা একজনকে অভুক্ত রাখবো না, রেশনকার্ড না থাকা গরিব মানুষদের সরকার কেজি করে চাল দেয়কর্মস্থান সম্পর্কে বলেন, ছাত্র,  রুগী সহ দেশ বিদেশ, অসমের সাড়ে ছয় লক্ষ মানুষ সরকারের সঙ্গে যোগাযোগ করেছেঅসমের মানুষ চাকরি করার যোগ্যতা আছে তাদের উপযুক্ত প্রশিক্ষণের জন্য স্কিল ডেভেলপমেন্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছেযারা ফিরে এসেছে তারা মানব সম্পদ, তাদের নিয়োগের জন্যে এক মাস্টার প্ল্যান প্রস্তুত করা হচ্ছে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশ প্রতি ১৫ দিন অন্তর করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন পাঠাতে হবে  তারা আরও ১৫ দিন লকডাউন বৃদ্ধির সুপারিশ করে প্রতিবেদন পাঠিয়েছেপ্রধানমন্ত্রীর কৃষক যোজনাতে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে সাংবাদিকদের অভিযোগ উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন,  দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়ে সরকার চলছে দুর্নীতির কোনো অভিযোগ প্রমাণিত হলে তাকে জেলের ভাত খেতে হবেপ্রধানমন্ত্রীর ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের প্রসঙ্গ তুলে বলেন,  প্রধানমন্ত্রী গরিবের বন্ধু, আমাদের স্বাবলম্বী করে তুলতে, স্থানীয় শিল্প উদ্যগের গতি আনতে, দুর্বলকে সবল, মহিলাকে স্বাবলম্বী করে তুলতে সহায়ক হবেপ্রধানমন্ত্রীর নীতি লোকাল,  ভোকাল এবং গ্লোবালকে সফল করার আহবান জানান মুখ্যমন্ত্রীলকডাউন মেনে চলার আহবান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, একমাত্র সামাজিক দূরত্ব বজায় রাখা মুখে মাস্ক পড়া সানিটাইজ বা নিজেদের পরিস্কার পরিচ্ছন্ন করে রাখার উপর জোর দেন মুখ্যমন্ত্রী

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.