Header Ads

গ্যাস কানেক্সন নেই তবুও টাকা ঢুকলো একাউন্টেঃ মামলা থানায়




নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়া : বাড়ীতে কাঠের উনুননেই গ্যাস কানেক্সনহঠাৎ করেই মোবাইলে গ্যাস বুকিং এর ম্যাসেজতারপর ব্যাংক খাতায় জমা হলো ৮৭৪ টাকাএনিয়ে সন্দেহ হলে মোবাইলের ম্যাসেজে থাকা এলপিজি আই ডি গ্রাহক নম্বর নিয়ে ইন্টারনেটে খোজ করলে অবাক হয়ে পড়েন স্বামীহীনা এক অসহায় মহিলা
   ঘটনাটি ঘটে উত্তর কাটিগড়ার অন্তর্গত বিহাড়া হাতিমারায়বিহাড়া প্রথম খণ্ডের বাসিন্দা মুকুল রানী দাস প্রায় এক বছর আগে উজ্জ্বলা যোজনার অধিনে গ্যাসের আবেদন করেন কিন্তু গ্যাস এজেন্সি থেকে আবেদনের কোন সাড়া পান নিতবে হঠাৎ করে একদিন মোবাইলে চলে আসে গ্যাস বুকিং এর ম্যাসেজ ব্যাঙ্ক একাউন্টে জমা হয় গ্যাসের টাকাপরে মোবাইলের ম্যাসেজের সূত্র ধরে ইন্টারনেটে খোঁজ করলে জানতে পারেন নিজের নামে রয়েছে গ্যাস কানেক্সন এতে হতবাক হয়ে পড়েন অসহায় মহিলা মুকুল রানী দাসমোবাইলের ম্যাসেজ থাকা মুকুল রানী দাসের এলপিজি আইডিটি হলো ৩৭০০০০০০০৭৭৬০৯৬৮২ এবং গ্রাহক নম্বর ৭০৭৭৬০৯৬৮২এনিয়ে বুধবার বিহাড়া পুলিশ ফাঁড়িতে এক মামলা করেন করেন প্রয়াত চিত্ত রঞ্জন দাসের স্ত্রী মুকুল রানী দাসমামলার পর প্রশাসন মামলাটি রেজিষ্টার্ড করে ব্যবস্থা গ্রহনে তৎপর হয়েছে বলে জানা যায়তবে ঘটনার জড় অনেক গভীরে বলে সন্দেহ অনেকের

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.