Header Ads

শহীদ স্মরণ

নন্দনা দে চৌধুরী

হে ঊনিশ
ঊনিশ তুমি আমার জেগে উঠা বাংলা ভাষার এক নুতন পরিভাষা।
ঊনিশ তুমি আমাদের বাঙালি জাতির হারিয়ে যাওয়া সেই মর্যাদা।
ঊনিশ তুমি আছো বলে বাংলা ভাষা আজ স্বেচ্ছাধীন,
ঊনিশ তোমার জন্যই তো বরাক উপত্যকায় বাঙালি জাতির স্বপ্ন সেদিন হয়েছিল স্বাধীন।
১৯৬১ সালের সেই ভয়াবহদিন,
ওগো মাতৃভাষা ! তোমাকে রক্ষা করার খাতিরে এগারোটি অবোধ সন্তান তবে দিয়েছিল নিজো প্রাণ বলিদান সেদিন।
হে ভাষা শহীদগণ, তোমাদের বলিদান কেন জানি আজ এতো অসহায় !
বিদেশী ভাষা অপেক্ষা মাতৃভাষার ভবিষ্যত কেন জানি না শুধু হতাশার দিকে ধায়?
ঊনিশ তোমার বলিদানকে হতে দেবো না মোরা নিস্ফল,
মাতৃভাষাকে ভবিষ্যত প্রজন্মের কাছে পরিচিত করে তোলার চেষ্টা কখনও হবেনা আর বিফল।
কথা দিলাম, হে ঊনিশ !
ভবিষ্যত প্রজন্মের কাছে সমৃদ্ধ বাংলা সাহিত্যকে নিরাপদে রাখার দায়িত্ব পালন মোরা করব প্রতিপল,
হে ঊনিশ তুমি অমর, তুমি অটল !

[লেখক বেঙ্গালুরু নিবাসী নবীন কবি।]

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.