Header Ads

ত্রিপুরা জুড়ে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ চলছে বিএসএফ ক্যম্পাস গুলিতে



বিপ্লব বৈদ্য, আগরতলা : বাহিনীতে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার কারণে দায়িত্ব থেকে সরানো হল বিএসএফ- ১৩৮ বাহিনীর কমাডান্ট জে.কে সিং-কেবিএসএফ মহানির্দেশকের এই নজিরবিহীন সিদ্ধান্তে হতাশ ত্রিপুরায় কর্মরত বিএসএফের আধিকারিকরা ত্রিপুরার পিছিয়ে পড়া ধলাই জেলার আমবাসায় অবস্থানরত ১৩৮ বাহিনীর এক হেড কনস্টেবল সমেত দুই জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের পর ত্রিপুরায় এক লাফে বেড়ে যায় আক্রান্তের সংখ্যাকিভাবে বিএসএফে করোনা সংক্রমণ হল তা খুঁজে বের করতে রাজ্য সরকারের তরফে বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজিকে কড়া চিঠি লেখে ত্রিপুরা সরকার সরকারি এই চিঠির কারনেই ১৩৮ বাহিনীর কমাডান্টকে 'বলি কা বখরা'-বানিয়েছেন বিএসএফের ডিজি, এমনি অভিযোগ বিএসএফের আধিকারিক দেরতাঁদের যুক্তি, বিএসএফের কাজ সীমান্ত পাহারা দেওয়ানানা প্রতিকূলতার মধ্যেও ত্রিপুরার আন্তর্জাতিক সীমানায় সততার সঙ্গে সীমানা পাহারা দিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএসএফ জওয়ান, আধিকারিকরা করোনা ভাইরাস কিভাবে ছড়াচ্ছে তা খুঁজে বের করা স্বাস্থ্য দপ্তরের কাজ করোনা সংক্রমন ঠেকাতে স্বাস্থ্য দপ্তরের সব নির্দেশিকা মেনে চলছে বিএসএফের সব বাহিনী কেউ কি সাধ করে করোনায় আক্রান্ত হতে চাইছেন? আইজিকে চিঠি পাঠিয়ে কি রাজ্য সরকার সব দোষ বিএসএফের ঘাড়ে চাপাতে চাইছেন?  অন্যদিকে, বাস্তব অবস্থা বিবেচনায় না রেখে কমাডন্টের মত দায়িত্বশীল পদ থেকে সরিয়ে দেওয়ার ঘটনা গোটা বাহিনীর সুনাম শৃংখলাকেই প্রশ্নের মুখে এনে দাঁড় করিয়েছেন বাহিনীর শীর্ষ কর্তারা, এমনটাই মনে করছেন বিএসএফের বিভিন্ন স্তরের আধিকারিকরা এখন অব্দি আক্রান্তের সংখ্যা সরকারি মতে ১৫৫বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৪ জনবর্তমানে পজেটিভ ১৩৭ জনই বিএসএফ ১৩৮ ৮৬ বাহিনীর তাঁদের পরিবারের লোকজন উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে এখন ত্রিপুরাতেই সবচেয়ে বেশী আক্রান্তের সংখ্যা করোনা ঠেকাতে রাজ্যের ব্যবস্হাপনা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আসছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.