Header Ads

"করোনা তুমি কর করুণা"

সুরতা অধিকারীঃ গুয়াহাটি


করোনা তুমি কর করুণা
দূরে থাকো-কাছে এসো না
সারা পৃথিবী জুড়ে
চল তুমি ঘুরে ঘুরে
মৃত্যু মিছিল যেন তোমার সাধনা
এখন যুদ্ধ হবে করোনা
বিশ্বস্রষ্টার সনে
মানুষই তো হবে জয়ী ভাবছি মনে মনে
জ্ঞানী, গুণী- কত বিজ্ঞানী
তোমার ভাইরাস বিনাশের চেষ্টা
করছে অবিরত
এইতো তাদের ব্রত
লক-আপ কথাটা জানা আছে সবার,
লকডাউন যে গৃহবন্দী হওয়া
বুঝলাম এবার
স্রষ্টার সৃষ্টি হবে নাকি ছারখার?
যত গ্লানি ধরিত্রী মাতার।
হে বিধাতা।
করোনা পীড়িত ধরা,
রক্ষা তবে দাও সাড়া
মিনতি করিয়া আমি বলি-
নতুন প্রজন্ম তরে
দেখি আমি স্বপ্নভরে
ধরণী নব রূপায়ণ
দূর হোক যত গ্লানি
শান্তি ও মৈত্রীর বাণী
এনে দিক সুন্দর ভুবন।
প্রকৃতির নব সাজে
আনন্দের সুর বাজে
মনের দুয়ার যায় খুলি,
হাসি, অশ্রু খেলা অন্তে
আমার পথের প্রান্তে
রেখে যাই শুভেচ্ছার ডালি।


Smt. Subrata Adhikari
Retd. Assistant Headmistress
Laitumkhrah Bengali Girls' High School, Shillong
Meghalaya

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.