Header Ads

কোভিড আক্রান্ত জেলাগুলোতে বন্যার প্রকোপ, ভুটানের নদীর জল, নিম্ন অসমে, নেপকোর ছাড়া জলে উজান প্লাবিত হয়েছেঅমল গুপ্ত, গুয়াহাটি : অসমে করোনা সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে, সন্ধ্যা পর্যন্ত ২৩০ জন আক্রান্ত হয়েছেন। আবার করোনা আক্রান্ত জেলাগুলোতে বন্যার প্রকোপ। পশ্চিমবঙ্গ ওড়িশার সামুদ্রিক ঘূর্ণিঝড় উমপুনের প্রভাবে অসম-মেঘালয়ের কিছু এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হওয়ায় নদীগুলো ফুলে ফেঁপে উঠেছে জীবন রেখা ব্রহ্মপুত্র নদের জলস্তর বৃদ্ধি পেয়েছে। ভুটানের কুরিশু পাহাড়ি নদীর জল বঙাইগাঁও জেলার অভয়াপুরি অঞ্চলে প্লাবিত হয়েছে এই জেলায় ৬ জন কোভিডে আক্রান্ত হয়েছে। ৭ জন আক্রান্ত হওয়া জেলা গোয়ালপাড়ার ধুপধরা, কৃষ্ণনাই, রংজুলি প্রভৃতি এলাকা বন্যার কবলে পড়েছে। উজানে জল বিদ্যুৎ প্রকল্প নেপকো তাদের বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়াতে লখিমপুর জেলার রঙা নদীর আশপাশে প্লাবিত হয়েছে। ওই জেলাতে যদিও এখন পর্যন্ত ১ জন আক্রান্ত হয়েছে। কামরূপ মেট্রো জেলাতে ১৬ জন কোভিডে আক্রান্ত হয়েছে এই জেলার পুঁথিমারী নদী বিপদ সীমার উপর দিয়ে বইছে  জাতীয় সড়ক প্লাবিত হয়েছে। কলিয়া বর সহ বহু জায়গায় নদী বাঁধ ভেঙেছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ৩১ মে মধ্যে রাজ্যের নদী বাঁধগুলো মেরা মতের নির্দেশ দিয়েছেন। কিন্তু সেই নির্দেশ মেনে কাজ হবে কি?

No comments

Powered by Blogger.