Header Ads

পাকিস্তানে ধ্বংস যাত্রীবাহী বিমান, বহু হতাহতের আশঙ্কা



নয়া ঠাহর ওয়েব ডেস্ক : পাকিস্তানের লাহোর থেকে 99 জন যাত্রী 8 জন বিমানকর্মী সহ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান করাচি বিমানবন্দরে নামার ঠিক আগমুহূর্তে শুক্রবার বিকেলে ভেঙে পড়ে আবাসিক এলাকায়বিমানটি ভেঙে পড়ে ঘনবসতিপূর্ণ জিন্না গার্ডেন এলাকায়জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাছেই এলাকাটিপাকিস্তানের সংবাদমাধ্যমের দেখানো ছবি থেকে দেখা  গেছে এলাকার আকাশ ধোঁয়ায় ঢেকে গেছেঅ্যাম্বুলেন্সকে ছুটে যেতে দেখা গেছেপাকিস্তান বিমান পরিবহণের এক মুখপাত্র জানিয়েছেন, বিমানটি করাচিতে ভেঙে পড়েছেকরাচির সব বড় হাসপাতালে এমার্জেন্সি জারি করা হয়েছেআশ্চর্যজনকভাবে বেঁচে গেছেন বিমানের দুই যাত্রীবেঁচে যাওয়া এই দুই যাত্রীর মধ্যে রয়েছেন পাকিস্তানের ব্যাঙ্ক অফ পাঞ্জাবের প্রেসিডেন্ট জাফর মাসুদওদুর্ঘটনাস্থলে থাকা উদ্ধারকারী দলের এক মুখপাত্র জানিয়েছেন, এখনও পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে বিমান আরোহী 13 জনকে অচেতন অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছেএলাকাটি আবাসিক এলাকা হওয়ায় এলাকার আহত আরো 25 থেকে 30 জনকে হাসপাতালে পাঠানো হয়েছেবিমানটি করাচি বিমানবন্দরে নামার ঠিক আগমুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বিমানের সঙ্গেকরোনাভাইরাসের জেরে বিমান পরিষেবা বন্ধ ছিল পাকিস্তানেসদ্যসদ্যই ফের চালু হয়েছিল বিমান পরিষেবাপাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টুইট করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, তিনি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের সিইও আরশাদ মালিকের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.