Header Ads

ঢিহিং পাটকাই বনাঞ্চলের জৈব বৈচিত্র ধ্বংস করতে দেওয়া হবে না, আজ মুখ্যমন্ত্রীর অঙ্গীকার, কাল পরিমল শুক্লবৈদ্য বনাঞ্চলে যাচ্ছেন



অমল গুপ্ত, গুয়াহাটি : উত্তর-পূর্বাঞ্চলের আমাজন, উজানের ডিব্রুগড়, তিনসুকিয়ার ৫৭২ বর্গ কিলোমিটারের ঢিহিং পাটকাই বন্যপ্রাণী অভয়ারণ্য ২০০৪ সালে হাতি, বাঘ, চিতা, হরিণ, ভাল্লুক প্রভৃতি পশু সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা করা হয়। অরুণাচল প্রদেশের টিরাপ, চাঙলাঙ সীমান্তবর্তী পাটকাই পাহাড় গভীর অরণ্য অঞ্চলে বছরের পর বছর বেআইনিভাবে কয়লা উত্তোলন করা হচ্ছে সরকার, বিরোধী সবাই চুপ এর কারণ বলার প্রয়োজন নেই। কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল বোর্ড অফ ওয়াইল্ডলাইফ জৈব বৈচিত্র্পুণ্য সংরক্ষিত এলাকা থেকে কয়লা উত্তোলনের অনুমতি দেয়, কোল ইন্ডিয়াকে। তা নিয়ে রাজ্যে তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজ ডিব্রুগড়ে বলেছেন, বিজেপি সরকার প্রাকৃতিক জৈব বৈচিত্র রক্ষা করার ক্ষেত্রে কোনো আপস করবে না। সংরক্ষিত বনাঞ্চলকে যারা ধ্বংস করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য কাল সেখানে যাবেন। ফিরে এসে যে রিপোর্ট দেবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আজ জানান, তিনি কাল যাবেন এবং বনাঞ্চলের পরিস্থিতির দেখে এসে রিপোর্ট দাখিল করা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.