Header Ads

প্রতি লিটারে পেট্রোলে ১০ টাকা ও ডিজেলে ১৩ টাকা করে আবকারী শুল্ক বৃদ্ধি


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলে বৃদ্ধি করল আবকারী শুল্ক। সরকারি নির্দেশানুযায়ী পেট্রোল ও ডিজেলের ওপরে রোড সেস হিসাবে প্রতি লিটারে ৮ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। অপরদিকে, স্পেশাল এডিশনাল ডিউটির বাবদ প্রতি লিটারে ২ টাকা করে এবং ডিজেলে ৫ টাকা করে লিটার প্রতি বৃদ্ধি করা হয়। এই দুটো মিলিয়ে পেট্রোলে লিটার প্রতি ১০ টাকা এবং ডিজেলে ১৩ টাকা করে বৃদ্ধি করা হয়েছে।
৬ মে অর্থাত্ আজ থেকে কার্যকরী করা হল এই নতুন নিয়ম। অবশ্য এই মূল্যবৃদ্ধি অয়েল মার্কেটিং কোম্পানি থেকে নেওয়া হবে বলে জানা গেছে। খুচরো বিক্রীতে এটার কোনো প্রভাব পরবে না। পেট্রোল পাম্পে ইন্ধনের খুচরা বিক্রীতে কোনো ধরনের দাম বৃদ্ধি করা হবে না।
অয়েল মার্কেটিং কোম্পানির একজন প্রধান সিএমবিসি-কে বলেন, পেট্রোল ও ডিজেলের এমআরপি একই থাকবে। করোনা ভাইরাসের ফলে কেরোসিন তেলের মূল্য হ্রাস পেয়েছে। এই অবস্থায় তেল মার্কেটিং কোম্পানিগুলি ধারাবাহিকভাবে মূল্য কমিয়ে রেখেছে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.