Header Ads

১৫ হাজার ভারতীয়কে সাত দিনের মধ্যে দেশে ফেরানোর উদ্যোগী হয়েছে বিদেশমন্ত্রক, সবার আগে দেশে ফিরবেন নীল-কলারের কর্মচারীরা


নয়াদিল্লিঃ এপ্রিল শেষ হয়ে মে মাসে পা দিতেই বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর তোরজোড় শুরু করে ভারত সরকারপৃথিবীর নানা প্রান্তে আটকে পড়া প্রায় ১৫ হাজার ভারতীয়কে সাত দিনের মধ্যে দেশে ফেরানোর উদ্যোগী হয়েছে বিদেশমন্ত্রকএরই মধ্যে কেন্দ্র জানিয়েছে, সবার আগে দেশে ফিরবেন নীল-কলারের কর্মচারীরা
জানা গেছে, আকাশ পথ জলপথের মাধ্যমে প্রবাসীদের বৃহস্পতিবার থেকে ১৩ তারিখের মধ্যে তাঁদের ফেরানো হবেতবে এই খবরের মধ্যেও কেন্দ্রের পদক্ষেপে রয়েছে প্রশ্নচিহ্নতাঁদের বক্তব্য, যাঁরা ফিরছেন, তাঁদের যথাযথ পরীক্ষা করা না হলে সংক্রমণের প্রবল সম্ভাবনা থেকে যাবেশুধু তাই নয়, এঁদের সকলের উপরে নজরদারিও বজায় রাখা প্রয়োজন বলে মনে করছেন অনেকেই
দেশে করোনা-সংক্রমণ পুরোদস্তুর শুরুর অনেক আগেই আন্তর্জাতিক উড়ান বন্ধের দাবি তুলে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়ালরাতবে উড়ান বন্ধ করতে কিছুটা হলেও দেরি হয় কেন্দ্রেরযার জেরে দেশে বিদেশ থেকে আগত মানুষদের মধ্যে করোনা সংক্রমণ পাওয়া যায়পরবর্তীতে যা দেশে ছড়িয়ে পড়ে
বিদেশমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, ওসিআই (ওভারসিজ ইন্ডিয়ান) কার্ডধারীদের ফেরানো হবে নাআপাতত যা নির্দেশিকা, তা অনুযায়ী দেশে ফিরতে চাওয়া প্রত্যেক ভারতীয়কে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে যেখানে করোনার কোনও উপসর্গ তাঁদের রয়েছে কি না, সেটা জানানো বাধ্যতামূলকবিমানে ওঠার আগে মেডিক্যাল স্ক্রিনিং হবে প্রত্যেকেরউপসর্গ না থাকলে মিলবে ছাড়পত্র
যানের মধ্যে সামাজিক দূরত্ব মেনে চলার জন্য গড়ে ২০০-৩০০ জন যাত্রীর ব্যবস্থা থাকবেবিদেশমন্ত্রকের বক্তব্য, দেশে ফেরামাত্র ১৪ দিনের কোয়ারেন্টাইনে যেতে হবে তাঁদের, যার ব্যবস্থা করবে সংশ্লিষ্ট রাজ্য সরকারওই মেয়াদ পেরোলে কোভিড-১৯ পরীক্ষা করা হবে
অন্তঃসত্ত্বা, বয়স্ক, অসুস্থ বা প্রিয়জন হারিয়েছেন এমন বাসিন্দারা এই উদ্ধার অভিযানে অগ্রাধিকার পাবেনটিকিটের দাম কোয়ারেন্টাইনে থাকাকালীন খরচ অবশ্য যাত্রীদেরই দিতে হবে
প্রথম সপ্তাহে যে দেশগুলিতে উদ্ধার-অভিযান চলবে, তার মধ্যে রয়েছে আমেরিকা, ব্রিটেন, ফিলিপিন্স, সিঙ্গাপুর, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব-সহ উপসাগরীয় এলাকার একাধিক রাষ্ট্রআমেরিকা থেকে ফিরতে লক্ষ, ব্রিটেন থেকে ফিরতে ৫০ হাজার বাংলাদেশ থেকে ফিরতে ১২,০০০ টাকা দিতে হবেদেশে ফেরা যাত্রীদের মোবাইলে 'আরোগ্য সেতু' অ্যাপ বাধ্যতামূলক
মঙ্গলবার প্রকাশিত প্রস্তাব অনুযায়ী, আগামী মে থেকে ১৩ মে- মধ্যে বিশ্বের ১৩টি দেশ থেকে মোট ৬৪টি উড়ানে আনুমানিক ১৪,৮০০ ভারতীয় দেশে ফিরবেনঅনেকের দাবি, বিশ্বের ইতিহাসে বৃহত্তম উদ্ধার-অভিযান হতে চলেছে এটি

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.