Header Ads

রাজ্যে ৭ মে থেকে মাস্ক না পড়া ব্যাক্তিদের ৫০০ টাকা করে স্পট ফাইন, আইন করছে সরকার জানালেন পীযুষ হাজরিকা


অমল গুপ্ত, গুয়াহাটি : ৪ মে থেকে অসমের ২৯ টি গ্রীন জোন এলাকায় লকডাউনের নিয়ম নীতি আম জনতা মানছে না। অধিকাংশ ক্ষেত্রে দু-গজের ব্যাবধান মানা হচ্ছে না। মুখে মাস্ক পড়ছে না। দোকানপাট খোলার ক্ষেত্রে জেলার ডেপুটি কমিশনার বাজার কমিটির সঙ্গে বৈঠক করে এক তৃতীয়াংশ হারে দোকান খোলার যে বন্দোবস্ত করা হয়েছে,  সে ক্ষেত্রেও নানা অসুবিধার সৃষ্টি হচ্ছে। আজ মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণ অসন্তোষ ব্যক্ত করে বলেছেন, মানুষ সামাজিক দূরত্ব মোটেই মানছে না, মাস্ক পড়ছে না। স্বাস্থ্য প্রতি মন্ত্রী পীযুষ হাজরিকা আজ একই অভিযোগ করে বলেন, আগামীকাল থেকে পথে যারা মাস্ক না পড়ে পথে নামবেন তাদের তাৎক্ষণিকভাবে ধরে ৫০০ টাকা স্পট ফাইন করার জন্যে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রাখা, মাস্ক না পড়া ব্যাক্তিদের বিরুদ্ধে সরকার আইন করে কড়া শাস্তির ব্যবস্থা করবে। রাজ্য পুলিশ আজ জানিয়েছে,  কোভিড ১৯ নিয়ে গুজব ছড়ানো,  সোশ্যাল মিডিয়াতে ফেক নিউজ দেওয়ার জন্যে ৯৬ জনের বিরুদ্ধে থানায় এফ আই আর করা হয়েছে। ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যে করোনা সংক্রমণ এলাকা হচ্ছে ২২টি। গোয়ালপাড়া জেলাতে ৪ টি, মরিগাঁও জেলাতে ৪টি, ধুবড়ি জেলাতে ৪ টি কাছার, হাইলাকান্দি, করিমগঞ্জ ও কামরূপ মেট্রো জেলাতে ১ টি করে এবং বঙ্গগাইগাঁও জেলাতে ৬ টি কন্টেনমেন্ট জোন আছে বলে রাজ্য পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে, করোনা সংক্রমিত এলাকায় প্রতিজন ব্যাক্তিকে লকডাউন বিধি মানতে বাধ্য। নতুবা কড়া শাস্তির মুখে পড়তে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.