Header Ads

আগামী লোকসভা নির্বাচনের আগে সীমা নির্ধারণ করতে ৫ বিধায়ককে মনোনিত করা হল


অমল গুপ্ত, গুয়াহাটি : দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ভারসাম্য বজায় রাখতে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রাজ্যের বিধানসভা ও লোকসভা এলাকার সীমা নির্ধারণ করে ডেলিমিটিয়েশন কমিশন। ২০০৬ সালে রাজ্যে এই কমিশন কাজ শুরু করেও তা বন্ধ করে দেয়। এই কমিশনের নির্দেশ মর্মে অসম বিধানসভার প্রধান সচিব মৃগেন্দ্র কুমার ডেকা ৫ জন বিধায়ককে ৫ টি দল থেকে মনোনীত করে নামগুলো দিল্লিতে পাঠিয়েছে। আজ প্রধান সচিব ডেকা এই প্রতিবেদককে একথা জানিয়ে বলেন, এবার লোকসভা থেকে অসমের ৫ জন সাংসদের নাম ডেলিমিটিয়েশন কমিশনারের কাছে পাঠাবে। তারপর আনুষ্ঠানিকভাবে কমিটি গঠন করা হবে। এই কমিটিতে বরাক উপত্যকা থেকে এক প্রতিনিধিকে অর্ন্তভুক্ত করা হয়েছে। কংগ্রেস দলের কমলাক্ষ দে পুরকায়স্থ এই সুযোগ পেয়েছেন। বিজেপির মৃনাল শইকিয়া, অগপ-র রমেন্দ্র নারায়ণ কলিতা, এআইইউডিএফ-এর হাফিজ রশিদ আহমেদ ও বিপিএফ-এর রবিরাম নার্জরিকে কমিটিতে রাখা হয়েছে। এই কমিশন আগামী লোকসভা নির্বাচনের আগে বিধানসভার ও লোকসভার সীমানা জরিপ করে মোট ভোটারের নিরিখে, জনসংখ্যার মধ্যে ভারসাম্য বজায় রেখে নতুন সীমানা পুনর্গঠন করবে বলে বিধানসভা সূত্রে জানা গেল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.