Header Ads

সময়

         - নন্দনা দে চৌধুরী 
 
সময় আর পরিস্থিতি বদলে যায়
সেই ভালোলাগা গুলোও আর কেন যে ভালোলাগে না...
তার কারণ আমি আজও খুঁজে পাইনা, সময় এখন বদলে গেছে....
আগের মত কিছু আর নেই....
আমিও অনেকটই বদলে গেছি;
কিন্তু তোমাকে ভালোবাসার কোনও পরিবর্তন আজও আমার হয়নি,
তুমিও কি বদলে গেছো?
না ঠিক সেই আগের মতোই আছো!
তোমার সাথে আমার পরিচয় তো অনেক দিনের,
তবুও ইচ্ছে করে জিজ্ঞেস জানার,
তোমার কি এখন আর ইচ্ছে করে না আর!
ঘুমানোর আগে সেই গল্পের দেশে ভেসে যাওয়ার?
তোমার কি এখন আর মনে থাকেনা..
তুমি ঘুম না পাড়ালে আমার ঘুম না আসার ব্যাপার?
কেমন করে ঘুমও এত নিশ্চিন্তে!
মনে থাকেনা বুঝি, কেউ আজও জেগে থাকে তোমার ঘুম পাড়ানোর তাগিদে!
এখন আমি নালিশ আর করিনা তোমায়,
অপেক্ষাও আজ প্রায় শেষ,
 তবুও কেন সে ঘুম  আর আসেনা আমার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.