Header Ads

-নন্দনা দে চৌধুরীর কবিতা


তোমাকে ভালোবাসার তোরে

ভেবেছিলাম এই জনমে সবই হবে
আর জনম আর নেবো না,
সমস্ত আশা-ইচ্ছা-আখাঙ্খা
এই জনমেই পূর্ণ করব।
কিন্তু কই, কিছুই তো আর হলো না!
পুরোপরিভাবে তোমার হওয়ার ইচ্ছে ছিল,
তোমাকে যে তোমার মতো করে ভালোবাসতেই আর পারলাম না,
আশা তবুও ছারতে পারিনি,
আজ যদিও সমস্ত কিছু খাপছাড়া,
আর্ধেক-অধুরা।
রাতের সেই অঘোর অন্ধকারে
অঘুমো করে কাটানো সেই অগণিত রাত্রি গুলি আজও সাক্ষী সেই অপূর্ণ চাওয়ার,
ভেবেছিলাম এই জনমে সব হবে
আর জনম আর নেবো না;
তুমি তো শুনতে পেতে সেই ইচ্ছার নিনাদ?
হলো না আর তোমাকে ভালোবাসা,
কিন্তু এখনও অন্তরে কোথাও লুকিয়ে আছে সেই ইচ্ছা, তা আমার একান্ত আশা।
নিতে চাই আবার জন্ম, ভালোবাসতে চাই শুধুই তোমাকে,
জানিনা কোন বেশে কোন দেশে,
কিন্ত এটা চির সত্য যে আবার আসবো ফিরে,
শুধু তোমাকে ভালোবাসার তোরে!
        

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.