Header Ads

ভারতের বিচার ব্যবস্থায় ক্ষমতাবান আর ধনীরা উপকৃত হয়, সদ্য বিদায়ী বিচারপতি দীপক গুপ্তের এই মন্তব্যকে সমর্থন করেন অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম-এর সাধারণ সম্পাদক, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জয়দীপ মুখার্জি



নয়া ঠাহর, কলকাতা : ভারতের বিচার ব্যবস্থার ফলে দেশের গরিব মানুষ উপকৃত হয় না, কোটিপতি, বড়লোক, অপরাধীদের রক্ষা করে থাকে, এতদিন এই অভিযোগ শোনা যেত, এখন সেই অভিযোগ করলেন সুপ্রিমকোর্টের সদ্য বিদায়ী বিচারপতি দীপক গুপ্ত তিনি ৬ এপ্রিল অবসর গ্রহণ করেন। বিদায়ী ভাষণে দীপক গুপ্ত বলেন,  দেশের বিচারব্যবস্থা এমনভাবে চালিত হয় যাতে ক্ষমতাবান এবং ধনী ব্যক্তিরাই লাভবান হতে পারে। অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম-এর সাধারণ সম্পাদক তথা সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী  জয়দীপ মুখার্জি বিচারপতি গুপ্তর বক্তব্যকে পূর্ণ সমর্থন করে বলেছেন, তাঁর অভিজ্ঞতাও একথাই বলে। বিচারপতি গুপ্ত করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে দেশে লকডাউন চলছে, এই সময় পরিযায়ী প্রান্তিক শ্রমিকদের চরম দুরবস্থার কথা বলেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.