Header Ads

টংলায় ওদালগুরি জেলার মটর ভেইকেল ইন্সপেক্টরের তালাসি



সঞ্জয় সাহা, টংলাঃ সারা বিশ্বে ত্রাস সৃষ্টি করা করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ভারত সরকারের ঘোষিত লকডাউন তৃতীয়় পর্যায় চলাকালীন ওদালগুরি জেলার টংলা শহরের নিকটবর্তী হাতীগড় চা বাগানের বেলতলায় দিল্লির থেকে একজন লোক কলকাতা হয়ে আলু পেঁয়াজ-এর গাড়িতে বরপেটা পৌঁছায়। তারপর সাইকেলে করে বেলতলায় এসে পৌঁছা মাত্রই এই নিয়ে হুলুস্থুল পরিবেশ সৃষ্টি হয় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ও স্বাস্থ্যকর্মী গিয়ে উপস্থিত হন সেখানে। পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর পরিপ্রেক্ষিতে আজ সকালে ওদালগুরি জেলার মটর ভেইকেল ইন্সপেক্টর বেনুধর মুছাহারিকে দেখা গেলো টংলা শহরের প্রতিটি চার চাকা বাহনকে তন্নতন্ন করে পরীক্ষা করতে। বিশেষ করে পরীক্ষা করা হল মালবাহী বাহনগুলোকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.