Header Ads

করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, ৩৫৮ জনের দেহে পজিটিভ, বিমান যাত্রীদের ১৪ দিন কয়রেন্টিনে থাকতে হবে, জানালেন হিমন্তবিশ্ব শর্মা



অমল গুপ্ত, গুয়াহাটি : বাইরের রাজ্য থেকে আসা মানুষের মধ্যে ৯৮ শতাংশ করোনা সংক্রমিত হয়েছে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছেআজ রাত টা পযর্ন্ত ৩৫৮ জনের পজিটিভ ধরা পড়েছেরাজ্যের হিসাবে ধেমাজি জেলাতে একটিও পজিটিভ কেস নেই, সর্বোচ্চ হোজাই জেলাতে ৭৭ জন আক্রান্তকাছাড়ে ৪৪ জন, নগাঁও জেলাতে ১৯ জন, ধুবড়ি জেলাতে ১২ জন, ডিমা হাসাও জেলাতে জনস্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়ে জানান, বাইরে থেকে আসা ২১১ জনের ট্রাভেল হিস্ট্রি পাওয়া গেছে৩৯ শতাংশ কোভিড সংক্রমিত হয়েছে তবলিগি থেকে আসা মানুষদের মধ্যে থেকে, বুম্বাই থেকে আসা ১০৮ জন, পশ্চিমবঙ্গের ৩২ জন, দিল্লির ৩৪ জন, চেন্নাইয়ে ২১ জন, রাজস্থান ১১ জন, ত্রিপুরা থেকে আসা জন, তামিলনাড়ু থেকে আসা ৩০ জন ইউ পি থেকে আসা ১১ জন, সৌদি আরব থেকে আসা জনের পজিটিভ ধরা পড়েছেতিনি জানান আগামীকাল থেকে ৩২ টি করে বিমান আসবে প্রতিটি বিমানে প্রায় ১৮০ জন করে যাত্রী আসবেপাইলট, ত্রু সহ অন্যান্য কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া ছাড়া প্রত্যেক যাত্রীকে কয়রেন্টিন সেন্টারে ১৪ দিন থাকতে হবেগুয়াহাটি হোটেলগুলোতে ১০০০টি বেড রেডি করে রাখা হয়েছেতিনি জানান, এখন পর্যন্ত ৬০ হাজার মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছেপ্রতিদিন হাজার করে নমুনা পরীক্ষার পরিকাঠামো গড়ে তোলা হয়েছেমন্ত্রী জানান, রাজ্যের ২৫ হাজার গ্রামে ঘরে ঘরে গিয়ে স্বাস্থা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার মানুষের সাধারণ জ্বর দেখা গেছেতবে কোভিড এখনো কমিউনিটিতে দেখা যায়নি সামাজিক দূরত্ব বজায় রেখে, নিয়ম নীতি মানলে রোগ নিয়ন্ত্রণ সম্ভব বলে দাবি করেন। 
তিনি দাবি করেন, স্বাস্থ্য পরীক্ষার দিক থেকে দেশের মডেল রাজ্য কেরল থেকে এগিয়ে আছেতিনি দেশের পরিসংখ্যানের কথা তুলে ধরে বলেন, দেশে মৃত্য হয়েছে ৩৮৬৭ জনের। আক্রান্ত হয়েছে লক্ষ ২৫ হাজারের বেশি, মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৫৭৭ জনের, তুলনামূলকভাবে অসমের পরিস্থিতি অনেক ভালো, তবে কাল কি হবে বলা যাচ্ছে নাতিনি জানান, লক্ষ ৬১ হাজার মানুষের ব্যাংক অ্যাকাউন্টে হাজার টাকা করে পাঠানো হয়েছেমোট ৭২ কোটি টাকা পাঠানো হয়েছেঅসমের মানুষকে এই আর্থিক সহায়তা দেওয়া হয় আসাম আরোগ্যনিধি তহবিলে ১১২ কোটি টাকা জমা পড়েছে দেশ বিদেশের ৫১ হাজার মানুষ এই টাকা দিয়েছেন

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.