Header Ads

আবার নুমলিগর চা বাগানে হাতি হত্যা, কাজিরঙাতে ৬ মাসে ৪ টি বাঘ হত্যা



নয়া ঠাহর, গুয়াহাটি : দেশ জুড়ে লকডাউন চলছে,  রাতে কারফিউ,  করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এর মধ্যে কিন্তু অপরাধমূলক কার্যকলাপ অব্যাহত আছে  রাজ্যের বিভিন্ন বনাঞ্চলে গাছ কাটা চলছে, নদীগুলো থেকে বালি, পাথর তোলা চলছে সেই সঙ্গে বন্যপ্রাণী নিধন সমানে চলেছেগত পরশু কাজিরঙা রাস্ট্রীয় উদ্যানে এক বাঘ হত্যার পর গতকাল নুমলিগরের বকিয়াল চা বাগানে মৃত হাতিকে উদ্ধার করা হল কয়েকদিন আগে কাজিরঙাতে প্রায় বিনা চিকিৎসায় এক আহত হাতি ১৫ দিন এক জলাশয়ের পরে থাকার পর মারা যায়বন বিভাগের কোনো মাথা ব্যথা ছিল নাটিভি চ্যানেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে কাজিরঙাতে টি বাঘের মৃত্যু হয়েছেগন্ডার হত্যার কিনারা হয়নিউত্তর-পূর্বাঞ্চলের আমাজন বৃষ্টি স্নাত ঢিহিং পাটকাই সংরক্ষিত বনাঞ্চলে গত তিন দশক থেকে বেআইনিভাবে কয়লা খননের পাশাপাশি ব্যাপকহারে গাছ কাটা, বন ধ্বংস চলছেই ন্যাশনাল বোর্ড অফ ওয়াল্ড লাইফ হাতি, বাঘ চিতা হরিণ প্রভৃতি জীব জন্তুদের জন্য সংরক্ষিত অভয়ারণ্যে কয়লা খননের অনুমতি দিয়েছেপ্রদূষণ মুক্ত রাজ্যের আশ্বাস দেওয়া বিজেপি সরকার প্রদূষণকে প্রশয়     দিয়েছে বলে প্রকৃতিপ্রেমী সংগঠনের অভিযোগ

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.