Header Ads

২৪ ঘণ্টায় পজিটিভ ৪২১৩, দেশে আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়ে গেছে


দিল্লিঃ  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অনুসারে, ১১ মে সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৬৭,১৫২। মৃত্যু হয়েছে ২২০৬ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০,৯১৭ জন। অর্থাত্‍ দেশে সুস্থতার হার ৩১ শতাংশের থেকে একটু বেশি। আর দেশে এখন অ্যাকটিভের সংখ্যা ৪৪,০২৯। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে ৪২১৩ জন। ভারতে এই প্রথম একদিনে এতজন আক্রান্ত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যাই এখনও পর্যন্ত ভারতে সর্বোচ্চ দৈনিক বৃদ্ধি। গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৯৭ জনের। আর সুস্থ হয়ে গত ২৪ ঘন্টায় বাড়ি ফিরেছেন, ১৫৫৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে আইসিএমআর এবং বিভিন্ন রাজ্যের পাঠানো ডেটার সঙ্গে তাদের এই রিপোর্ট মিলিয়ে দেখা হচ্ছে।

বিশ্বে ৪১ লক্ষের বেশি আক্রান্ত, মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়াল আমেরিকায়
মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা সর্বাধিক। এখানে আক্রান্তের সংখ্যা ২২,১৭১। সংক্রমণে মৃত্যু হয়েছে ৮৩২ জনের। সুস্থ হয়েছেন ৪১৯৯ জন। এরপরেই রয়েছে গুজরাত। পশ্চিমের এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৮১৯৪ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ৪৯৩ জনের। আর সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ২৫৪৫ জন। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ৭২০৪। মৃত্যু হয়েছে ৪৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯৫৯ জন। চতুর্থ স্থানে রয়েছে রাজধানী শহর দিল্লি। এখানে আক্রান্তের সংখ্যা ৬৯২৩। সংক্রমণে মৃত্যু হয়েছে ৭৩ জনের। আর সুস্থ হয়েছে ২০৬৯ জন। 

এক নজরে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পরিসংখ্যান
রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল
আক্রান্তের সংখ্যা
মৃত
সুস্থ
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
৩৩
৩৩
অন্ধ্রপ্রদেশ
১৯৮০
৪৫
৯২৫
অরুণাচল প্রদেশ
অসম
৬৪
৩৪
বিহার
৬৯৬
৩৬৫
চণ্ডীগড়
১৬৯
২৪
ছত্তীসগড়
৫৯
৪৯
দাদরা ও নগর হাভেলি
দিল্লি
৬৯২৩
৭৩
২০৬৯
গোয়া
গুজরাত
৮১৯৪
৪৯৩
২৫৪৫
হরিয়ানা
৭০৩
১০
৩০০
হিমাচল প্রদেশ
৫৫
৩৯
জম্মু ও কাশ্মীর
৮৬১
৩৮৩
ঝাড়খণ্ড
১৫৭
৭৮
কর্নাটক
৮৪৮
৩১
৪২৪
কেরল
৫১২
৪৮৯
লাদাখ
৪২
২১
মধ্যপ্রদেশ
৩৬১৪
২১৫
১৬৭৬
মহারাষ্ট্র
২২১৭১
৮৩২
৪১৯৯
মণিপুর
মেঘালয়
১৩
১০
মিজোরাম
ওড়িশা
৩৭৭
৬৮
পুদুচেরি
পঞ্জাব
১৮২৩
৩১
১৬৬
রাজস্থান
৩৮১৪
১০৭
২১৭৬
তামিলনাড়ু
৭২০৪
৪৭
১৯৫৯
তেলেঙ্গানা
১১৯৬
৩০
৭৫০
ত্রিপুরা
১৫০
উত্তরাখণ্ড
৬৮
৪৬
উত্তরপ্রদেশ
৩৪৬৭
৭৪
১৬৫৩
পশ্চিমবঙ্গ
১৯৩৯
১৮৫
৪১৭

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.