Header Ads

করোনা ইস্যুতে ফের ট্রাম্পের কড়া সমালোচনা করলেন ওবামা !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়
করোনা মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতার প্রসঙ্গ তুলে তাকে আবারও একহাত নিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন ট্রাম্প প্রশাসনের ব্যর্থতার কারণে প্রাণহানির পাশাপাশি যুক্তরাষ্ট্রে অর্থনীতিতে ধস নেমে আসছে।  শনিবার শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে দ্বিতীয়বারের মত ট্রাম্পের সমালোচনা করলেন ওবামা।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, এই মহামারি দেখিয়ে দিয়েছে যে, দায়িত্বে থাকা অনেক মানুষই জানেন না কি করতে হবে। অনেকে এমন কী দায়িত্ব পালনের  দরকারও মনে করেন না। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা মোকাবেলায় নেওয়া ব্যবস্থাকে পুরোপুরি বিশৃঙ্খল বিপর্যয় বলে মন্তব্য করেছেন ওবামা। এর পরপরই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে ট্রাম্প প্রশাসন। এর আগে টেস্টের সংকটের জন্য ওবামাকে দায়ী করেছেন ট্রাম্প। তবে ওবামার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন ট্রাম্পের স্বাস্থ্য উপদেষ্টা ড. অ্যান্থোনি ফাউসি।
গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে ১২০০ মানুষ মারা গেছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজারের বেশি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.