Header Ads

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়াল !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়
ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০,০০০ পেরিয়ে গেছে। কভিড-১৯-এ গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৪,৯৮৭ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০,৯২৭। এখনও পর্যন্ত মারা গেছেন ২,৮৭২ জন।
রবিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২০ জনের মৃত্যু হয়েছে। ৩৪,০০০-এর বেশি রোগী সুস্থ হয়েছে। সুস্থতার হার ৩৭.৫১ শতাংশ।

মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাডু, গুজরাতে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা আগের রেকর্ড ভেঙে দিয়েছে।
ভারতে কভিড-১৯ সংক্রমণের এক-তৃতীয়াংশই মহারাষ্ট্রের। সেখানকার সংক্রমণের সংখ্যা ৩০,০০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৬০৬। একদিনে আক্রান্তের হিসেবে এটা নতুন রেকর্ড। এর আগে তা ছিল ৮৮৪। মুম্বাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা ১৮,৫৫৫।
তামিলনাডুতে আক্রান্তের সংখ্যা ১০,০০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ৪০০।
এদিকে, দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৯,০০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ৪৩৮। মৃত ১২৯।
করোনা সংক্রমণে মহারাষ্ট্রের পরেই গুজরাত। সেখানে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৪০ জন আক্রান্ত হয়েছেন।

No comments

Powered by Blogger.