Header Ads

করোনা সংক্রমণ মোকাবিলায় অসম কেরালাকে টেক্কা দিয়ে মডেল হতে চলেছে, সব কৃতিত্ব স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার



অমল গুপ্ত, গুয়াহাটি : করোনা সংক্রমণ রোধে অসম দেশের মধ্যে মডেল রাজ্য হিসাবে এগিয়ে চলেছে। দেশের মডেল হিসেবে পরিগণিত কেরলকেও টেক্কা দিচ্ছে অসম। দু-মাসে ২ লক্ষ ৩০ হাজার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। অসম ৪২৩২ জনকে একসঙ্গে চিকিৎসার ব্যবস্থা আছে হাতে ৯৫৭টি আইসোলেশন বেড, ৫০০টি আই সি ইউ আছে, ৫০টি মডেল হাসপাতাল আছে। আজ রাত ৯টা পর্যন্ত ১২১৬ জন করোনা আক্রান্ত হয়েছে, ১৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তিনি জানান, ইনস্টিটিউসন কয়রেন্টিনে সময় সীমা ১৪ দিনের বদলে ১০ দিন করা হবে। বাকি দিন হোম কয়রেন্টিনে থাকতে হবে। তিনি দাবি করেন, রোগের হার কমে হয়েছে ০, ৩২ শতাংশ অন্য রাজ্যে বেশি। তিনি বলেন, প্রতিদিন ১০০০ করে পরীক্ষার ব্যবস্থা হয়েছে। অর্থমন্ত্রী হিসেবে হিমন্তবিশ্ব শর্মা জানান, রাজ্যের আর্থিক অবস্থা অনেক ভালো হয়েছেকাল থেকে সরকারি কর্মচারীদের বেতন দান শুরু হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.