Header Ads

৮ জুন থেকে সব ধর্মস্থানগুলি খুললেও কামরূপ কামাখ্যা ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে


অমল গুপ্ত, গুয়াহাটি : কাল জুন থেকে চতুর্থ পর্যায়ের সংশোধিত লকডাউন শুরু হচ্ছে, যাকে বলা হচ্ছে আনলক ওয়ানআগামী ৩০ জুন পর্যন্ত এই লকডাউনে কন্টেনমেন্ট বা সংক্রমণ জোন ছাড়া সর্বত্র লকডাউন শিথিল করা হবে  তবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা সম্পর্কে রাজ্যের উপর ছেড়ে দিয়েছে কেন্দ্র পশ্চিমবঙ্গে ৩০ জুন পর্যন্ত সব বিদ্যালয় বন্ধ থাকবে, অসমে ১৫ জুনের পর সব বিদ্যালয় খুলবে বলে অসম সরকার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেশিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ জানান, জুন মেট্রিক পরীক্ষার ফলাফল প্রকাশ পাবেরাতের কারফিউ রাত টা থেকে ভোর টা পর্যন্ত নতুন সূচিতে চলবেকেন্দ্রীয় সরকারের নতুন গাইডলাইন অনুযায়ী আগামী জুন থেকে ধর্মস্থান, হোটেল, রেস্তোরাঁ, শপিংমল, দোকানপাট প্রভৃতি খুলবেকেন্দ্রীয় সরকার কাল এস পি জারি করে বিস্তারিত জানাবেআগামী জুন থেকে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার প্রভৃতি ধর্মস্থানগুলি খোলার সিদ্ধান্ত হলেও কামরূপ কামাখ্যা মন্দির কর্তৃপক্ষ ৩০ জুন পর্যন্ত মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছেসিনেমা হল, থিয়েটার হল, জিম প্রভৃতি খোলার ক্ষেত্রে কেন্দ্র সব রাজ্যের উপর ছেড়ে দিয়েছেএবার থেকে আর্ন্তরাজ্য বাস চলবে তবে আন্তর্জাতিক বিমান চালানো হবে নাবিবাহ বা অন্যান্য বড় অনুষ্ঠানে ৫০ জনের বেশি অথিতি উপস্থিত থাকতে পারবে নাঅন্ত্যেষ্টিক্রিয়ার ক্ষেত্রে ২০ জনের বেশি উপস্থিত থাকতে পারবে নাসামাজিক, রাজনৈতিক কার্যকলাপ বন্ধ থাকবেপ্রতিটি অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পড়া বাধ্যতামূলক  কোনো দোকানে জনের বেশি জমায়েত হতে পারবে নাপ্রকাশ্য স্থানে থুতু ফেলাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.