Header Ads

উৎকর্ষ এনজিওর ত্রাণ বন্টন



নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়া : লকডাউন 3.0তে ত্রাণ বন্টন করলো উত্তর কাটিগড়ার বেসরকারী সামাজিক সংস্থা 'উৎকর্ষ' এনজিওমঙ্গলবার এনজিওর পক্ষ থেকে গড়েরভিতর সহ পার্শবর্তী এলাকার 50 টি দুস্ত পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, লবন,  আলু, বিস্কুট ইত্যাদি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়এক সাক্ষাতকারে স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি তথা বিশিষ্ট শিক্ষক নিরুপম নাথ জানান লকডাউন শুরু হওয়ার আগেই এনজিওর পক্ষ থেকে গ্রামে গ্রামে সচেতনতা মূলক অভিযান, সাবান সেনিটাইাজার বিতরণ সহ শারীরিক ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধির বিভিন্ন উপায়ের কথা বলে দেওয়া হয়তিনি আরোও জানান যে এই সংকট সময়ে মানুষের পাশে থাকা স্বাস্থ্য কর্মী, পুলিশ সংবাদ কর্মীদেরও সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হইবেএদিন উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক বনমালী শুক্লবৈদ্য, সহ সম্পাদক প্রশেনজিৎ পাল, কোশাধ্যক্ষ দীপ্ত চক্রবর্তী, নিলাদ্রী রায়, অরূপ দেব, পৃতম পাল অপু দেব সহ অন্যরা

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.