Header Ads

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন রামকৃষ্ণনগরে...



নয়া ঠাহর, রামকৃষ্ণনগর : সমগ্ৰ দেশ জুড়ে পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯ তম জন্মবার্ষিকীবিগত বছরগুলোতে এই দিবসটি উদযাপনে কোন খামতি ছিল না, গোটা বরাকের এপার-ওপারেএবারও তার ব্যতিক্রম হয়নিগত মে, বাংলা ২৫ শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসটি যদিও এবার বিগত বর্ষের ন্যায় পালিত হয়নি, তবে দেশে তৃতীয় পর্যায়ের লকডাউন-এর মধ্যেও সামাজিক দূরত্ব বজায় রেখে, জনসমাগম এড়িয়ে করিমগঞ্জ জিলার রামকৃষ্ণনগর এলাকার নেতাজী বাগে সকাল ছয়টা থেকে দিনভর ঝটিকা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় কবিগুরুর জন্মবার্ষিকীউক্ত দিবসকে কেন্দ্র করে কাকলি সাহিত্যিক বিচারকের উদ্যোগে কবিপ্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রথমে পুস্পাঞ্জলী প্রদান করা হয়তারপর সবাই মিলে গান, কবিতা, আবৃত্তি অংকন প্রতিযোগিতার মাধ্যমে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেনঅনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার কেন্দ্রীয় সম্পাদক সৈকত দত্ত চৌধুরী, কবি-সাহিত্যিক অসিত চক্রবর্তী সহ উক্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী সহ অভিভাবকবৃন্দ

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.