Header Ads

মুখ্যমন্ত্রী আজ গোয়ালপাড়া জেলাতে বন্যা পরিস্থিতি দেখতে যান, তিনসুকিয়ার বাগজানে তেল কূপ বিস্ফোরণ নিয়ে ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কথা বলেন

অমল গুপ্ত, গুয়াহাটি : অসমে ১১ টি জেলায় প্রায় লক্ষ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে গোয়ালপাড়া জেলাতেসেই জেলাতে প্রায় লক্ষ মানুষ রাজ্যের প্রথম দফা বন্যায় প্লাবিত হয়েছে জন মারা গেছেমুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজ গোয়ালপাড়া জেলার বন্যাদুর্গত এলাকাগুলো সফর করেন, জেলার আগিয়া বালিজান হাইস্কুল দ্বারকা এমই স্কুলের ত্রাণ শিবির পরিদর্শন করেন তিনি বিশেষ করে বন্যা দুর্গত মানুষগুলো নতুন রিলিফ ম্যানুয়াল অনুযায়ী ত্রাণ সাহায্য পাচ্ছে কি না খোঁজ নেনতিনি বলেন, কোনো মানুষ যেন খাদ্যের অভাবে না ভোগেকোভিড উদ্ভূত পরিস্থিতিতে ত্রাণ শিবিরে সবাই যেন শারীরিক দূরত্ব বজায় রাখে, মাস্ক পরে তা সুনিশ্চিত করার জন্য জেলার ডেপুটি কমিশনারদের দেখতে বলেনখাদ্যমন্ত্রী ফনিভূষণ চৌধুরী সহ জেলার অফিসারদের সঙ্গে নিয়ে আগিয়া লক্ষীপুর সংযোগী হাইওয়েতে বন্যার তাণ্ডব লক্ষ্য করেনতিনি দুধনৈয়ে এক কয়রেন্টিন সেন্টার পরিদর্শন করেনতিনি বন্যায় মৃত্যু হওয়া নিকট জনের হাতে লক্ষ টাকার চেক তুলে দেন এই জেলাতে জনের মৃত্যু হয়েছেবন্যার ফলে লখিমপুর, রং, মাজুলি, তিনসুকিয়া, নলবাড়ী, কার্বিআংলং, গাঁ, রিগাঁও প্রভৃতি জেলায় প্লাবিত হয়েছেসাংসদ প্রদ্যুত বরদলৈ অভিযোগ করেছেন, বন্যায় গাঁ জেলার বহু কৃষি জমি প্লাবিত হয়েছে সরকার হাত গুটিয়ে বসে আছে তিনসুকিয়া জেলার ডুমদুমা থানার অন্তর্গত বাগজানে অয়েল ইন্ডিয়ার পাঁচ নম্বর তেলকূপে গত বুধবার ভয়াবহ বিস্ফোরণের ফলে ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস অপরিশোধিত তেল নির্গত হচ্ছে বাগজান, দিগলতরং প্রভৃতি গ্রামের মানুষ ভয় তঙ্কের মধ্যে তেলকূপ থেকে নির্গ গ্যাস ধুয়ার ফলে মাত্র ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৩৪০ বর্গ কিলোমিটারের বন্যা প্লাবিত ডিব্রু সাইখোয়া অভয়ারণ্যে ব্যাপক প্রভাব পড়েছে গাছপালা, জীব-জন্তু গভীর সংকটে পড়েছে  ডিব্রু সাইখোয়া নদীর মাছ, কচ্ছপ, বিপন্ন প্রজাতির ডলফিন মরতে শুরু করেছেগতকাল বছরের এক ডলফিন জলে ভাসতে দেখা যায়সেখান থেকে এক সূত্র জানান,  মাত্র ৫০০ মিটারের ব্যবধানে অবস্থিত অভয়ারণ্যে ব্যাপক প্রভাব পড়েছে
ছবিঃ প্রকৃতিপ্রেমী সঞ্জয় দাস।
বন্যার থেকেও নির্গত গ্যাস চারদিকে কালো ধূয়াতে ছেয়ে গেছে  মাঝে মাঝে বিকট শব্দ হচ্ছে এই অভয়ারণ্যে দেশের মধ্যে একমাত্র প্রায় ২০০টি বুনো ঘোড়া আছেপ্রায় ১০০০ হাতি আছে,  বাঘের করিডোর অরুণাচল প্রদেশের দিবাংভ্যালি থেকে বাঘগুলো ডিব্রু সাইখোয়া জঙ্গলে নিয়মিত আসে চিতা বাঘ, ভাল্লুক, কালো চিতা, হরিণ সহ বিভিন্ন প্রজাতির বহু গাছ-গাছড়ার অভয়ারণ্য আজ বিপন্ন, বাগজান ছাড়াও জঙ্গলের কাছে ভিতে আরো টি তেলকূপ আছে,  সেগুলোও ভবিষ্যতে বিপদ ঘটাতে পারেজঙ্গলের সঙ্গে সম্পর্ক থাকা সূত্রটি জানান,  ডিব্রু নদীতে ২৭টি ডলফিন একটি মারা গেল  জানান, বন্যার থেকে বেশি ক্ষতি হল ডলফিনের মৃত্যুতে, ডলফিন নদী জলের শুদ্ধতা বজায় রাখেমুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানে সঙ্গে কথা বলে তিনসুকিয়া তেলকূপের নির্গত গ্যাসের উদ্ভূত পরিস্থিতি নিয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আর্জি জানান

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.