প্ৰয়াত ছত্তিশগড়ের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী অজিত যোগী
নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ২৯ মেঃ প্ৰয়াত হলেন ছত্তিশগড়ের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী অজিত যোগী। দীৰ্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। গত ৯ মে তাঁর স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে হাসপালে ভৰ্তি করা হয়। প্ৰায় ২০ দিন ধরে হাসপাতালে কোমায় ছিলেন তিনি।
ছবি, সৌঃ ইন্টারনেট
রায়পুর হাসপাতালে আইসিইউতে ছিলেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর মৃত্যুতে বৰ্ষীয়ান কংগ্ৰেস নেতা দিগ্বিজয় সিং, মধ্যপ্ৰদেশের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তথা কংগ্ৰেস নেতা কমল নাথ টুইটে শোক প্ৰকাশ করেছেন।
কোন মন্তব্য নেই