প্রধানমন্ত্রীর লকডাউন নিয়ে ঘোষণা করার আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন ৮ জুন থেকে প্রায় সব খুলবে, অসমে সব স্বাভাবিক হবে ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার
অমল গুপ্ত, গুয়াহাটি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার তার জনপ্রিয় ‘মন কী বাত’ বেতার বার্তায় দেশে লকডাউনের চতুর্থ দফার সময় সূচি ঘোষণা করবেন। তার আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ৮ জুন থেকে সরকারি বেসরকারি অফিস খুলে দেবার কথা ঘোষণা করেন। ১ জুন থেকে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার প্রভৃতি ধর্মস্থান খুলে
দেওয়ার কথাও ঘোষণা করেন। তিনি বলেন ট্রেনে হাজার হাজার যাত্রী
গাদাগাদি করে চলাচল করছে আর করোনা
ছড়াচ্ছে, তখন
তার ধর্মীয় স্থান খুলতে
ক্ষতি কি?
এদিকে, আজ অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে তারা লকডাউন মানবে। তবে তারা স্বভাবিক জীবন ফিরিয়ে দিতে চাইছে। রাতের কারফিউ ৭ টার বদলে ৯ টা করতে চাইছে। শপিংমল থেকে শুরু করে সব কিছুই তারা নিয়ম মেনে খুলতে চায়। তার বক্তব্য, কয়রেন্টিন সেন্টার চলবে আর পাশাপাশি কয়রেন্টিন সেন্টারও চলবে। তিনি জানান, ১৫ জুন থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া যেতে পারে। তখন করোনা সংক্রমণ অনেক কমে যাবে। তিনি আজ জি এম সি এবং তেজপুরে অত্যাধুনিক কোভিড হাসপাতালের সূচনা করেন। আজ পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা প্রায় হাজার ছুঁয়ে গেছে। দেশে করোনা আতঙ্কের মধ্যে ঘন ঘন ভূমিকম্প, পঙ্গপালের হানা, উত্তরাখণ্ডে দাবানল, আমফান ঘূর্ণি ঝড় মানুষকে নাস্তানাবুদ করে ছাড়ছে। ঈশ্বর ছাড়া বাঁচাবার কেউ নেই।
এদিকে, আজ অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে তারা লকডাউন মানবে। তবে তারা স্বভাবিক জীবন ফিরিয়ে দিতে চাইছে। রাতের কারফিউ ৭ টার বদলে ৯ টা করতে চাইছে। শপিংমল থেকে শুরু করে সব কিছুই তারা নিয়ম মেনে খুলতে চায়। তার বক্তব্য, কয়রেন্টিন সেন্টার চলবে আর পাশাপাশি কয়রেন্টিন সেন্টারও চলবে। তিনি জানান, ১৫ জুন থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া যেতে পারে। তখন করোনা সংক্রমণ অনেক কমে যাবে। তিনি আজ জি এম সি এবং তেজপুরে অত্যাধুনিক কোভিড হাসপাতালের সূচনা করেন। আজ পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা প্রায় হাজার ছুঁয়ে গেছে। দেশে করোনা আতঙ্কের মধ্যে ঘন ঘন ভূমিকম্প, পঙ্গপালের হানা, উত্তরাখণ্ডে দাবানল, আমফান ঘূর্ণি ঝড় মানুষকে নাস্তানাবুদ করে ছাড়ছে। ঈশ্বর ছাড়া বাঁচাবার কেউ নেই।
কোন মন্তব্য নেই