Header Ads

"হিন্দুদের ঐক্যতার মধ্যে ফাটল ছিল এই বর্নবাদ যার রেশ আজও সমাজ যতই আধুনিক হোক পুরোপুরি তা কেটে উঠতে পারে নি"- সভারকর


হিন্দু জাতীয়তাবাদী বীর সভারকর
 শর্মিষ্ঠা দেব পুরকায়স্থ

ধর্মনিরপেক্ষতা যেখানে ভারতীয় ভাবনার আজ এক আধুনিক স্লোগান সেখানে অত্যন্ত দূঃখের সঙ্গে বলতে হচ্ছে যে এই ভারতবর্ষও বিভক্ত হয়েছিল ধর্মের আধারেকোন এক রাতের আঁধারেই জন্ম নিয়েছিল হিন্দুস্তান পাকিস্তানযেসকল রাজনৈতিক তেজস্বী দেশপ্রেমিকদের আত্মবলিদানে ভারতমাতা হয়েছিলেন শৃঙ্খলা মুক্ত তাঁদের মধ্যে অবশ্যই বিনায়ক দামোদর সাভারকরের নাম অবশ্যই উল্লেখযোগ্যসেকালের অখিল ভারতীয় হিন্দু মহাসভা ছিল একটি হিন্দু জাতীয়তাবাদী সংগঠন১৯১৫ সালে মুসলীগ লীগ ধর্মনিরপেক্ষ জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে দলটি প্রতিষ্ঠিত হয়েছিলবীর সাভারকর ছিলেন সেই দলের প্রথম সভাপতি এবং সহ সভাপতি ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা ডঃ কেশব বলিরাম হেডগেওয়ারহেডগেওয়ার পরে মহাসভা ত্যাগ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্থাপনা করেন

১৮৮৩ সালের ২৮ মে মহারাষ্ট্রের ভাগুর (বর্তমান পুনের সন্নিকটে) জন্মগ্রহণ করেন বীর বিনায়ক দামোদর সাভারকরেরতিনি জন্মসূত্রে ছিলেন মারাঠিএকজন বিপ্লবী ভারতীয় স্বধীনতা আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে উনার নাম উল্লেখযোগ্যকুখ্যাত জ্যাকসন লর্ড কার্জন হত্যার সাথে যুক্ত অভিযোগে উনি ইংরেজ সরকারের হাতে ধরা পড়েনপরে উনাকে এস এস মোরিয়া জাহাজে নিয়ে যাবার সময় উনি জাহাজের টয়লেটের বায়ূ নির্গমনের জানালা দিয়ে লাফ দেন সমুদ্রেসেখান থেকে সাঁতরে সমুদ্র পাড়ি দিয়ে পালিয়ে ফ্রান্সে চলে যানএধরনের সাহসী আত্মবিশ্বাসী ছিলেন তিনিঅবশ্য পরে ইংরেজরা অবৈধভাবে ফ্রান্সে উনাকে গ্রেফতার করে এবং আন্দামানের সেলুলার জেলে প্রেরন করেউল্লেখ্যযোগ্য উনিই প্রথম সেলুলার প্রেরনকারী ভারতীয় কয়দিসাভারকরকে হিন্দুত্বনিষ্ট রাজনৈতিক মতাদর্শের প্রবক্তা বলা হয়তিনি নাৎসিবাদকে প্রশংসা করেছিলেনতিনি হিন্দু জাতীয়তাবাদী আদর্শের প্রবক্তা ছিলেনযখন মহাসভায় বহু সদস্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় জনসংযোগে যোগ দেনশ্যামাপ্রসাদ তখন মহাসভায় একজন মুসলমান সদস্য অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখলে সাভারকর তা খারিজ করে দেনএরপরই শ্যামাপ্রসাদ মহাসভা ত্যাগ করে সংঘের নিয়ন্ত্রণে তত্ত্বাবধানে একটি পৃথক দল গঠন করেনএভাবেই জনসংঘের জন্মযা বর্তমানে ভারতীয় জনতা পার্টি নামে সমাদৃত
সাভারকরের নিকট হিন্দুত্ববাদের রক্ষন ছিল অন্য সবকিছু থেকেই বড়যার জন্য আজও তিনি প্রতিটি হিন্দুদের নিকট এক প্রতীক স্বরূপ নমস্যতিনি হিন্দু সমাজের বর্নবাদকে ঘৃনার চোখে দেখতেনযার জন্য অবশ্যই স্বীকার্য যে অনেক দলিত হিন্দুরা কালে কালে ধর্মান্তকরনের স্বীকার হয়েছিলহিন্দুদের ঐক্যতার মধ্যে ফাটল ছিল এই বর্নবাদ যার রেশ আজও সমাজ যতই আধুনিক হোক পুরোপুরি তা কেটে উঠতে পারে নিজনৈক লেখক চিত্রগুপ্তের লিখা 'দি লাইফ অফ ব্যারিস্টার সাভারকর' নামের বইয়ে অসংখ্য বীরত্বের গাঁথা পাওয়া যায়যারজন্য উনাকে বীর উপাধি তে ভুষিত করা হয়উনার সহধর্মিনীর নাম ছিল যমুনাবাঈবীর সাভারকর আজীবন হিন্দুত্ববাদের অগ্নিশীখায় নিজেকে বিলিয়ে দিয়ছিলেনআজ উনার জন্মদিবসে জানাই কোটি কোটি নমনবীর সাভারকরের চিন্তন গাঁথা থাক আমাদের হৃদয়ে যা হোক চলমান পথের দিশারী মোদের

[নিবন্ধটি কাছাড় জেলার ডলু নিবাসী শর্মিষ্ঠা দেব পুরকায়স্থ এর কলমেমতামত একান্ত নিজস্ব।]

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.