সম্প্রতিক জটিল সময়ের কবিতা
ভাইরাস - বিষ, বিষ
একটি মোম
কাঁচের গ্লাসে
সারি সারি ভেন্টিলেটর রুমে
রাবার সোল হাসপাতাল রুমে
হেঁটে চলেছেন
ফ্লোরেন্স নাইটিঙ্গিল।
সাদা আ্যপ্রোন, প্রোটেকশন গীয়ার-নীল মাস্কে ঢাকা মুখ
চোখ থেকে গড়িয়ে পড়ছে
মুক্তার বিন্দু গুলি
মৃত্যু লিখছে ইতিহাস
সব অক্ষর থেমে গেছে
বিপ্রতীপ ব্যাধি গ্রস্থ সময়
হামা দিচ্ছে সী বীচে, মলে,বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে
আ্যম্বুলেন্সের ভয়ার্ত সাইরেন
নগরের রাস্তাগুলির শিরদাঁড়া
কাঁপিয়ে মিলিয়ে যায়
অন্ধ পাতায় উঠছে ঝড়
ফ্লোরেন্স রা তবু হেঁটে চলছেন
পৃথিবীর নীরব হাসপাতাল এর করিডোর ধরে
মেডিসিন গন্ধ ঘরে
মৃত্যু চাদরে জীবনের গান
শুনিয়ে
অসংখ্য ফ্লোরেন্স নাইটিঙ্গিল
অন্ধকারে ধ্রুবতারা র নীল আলো জ্বেলে
হেঁটে চলেছেন ভারতমহাসাগর থেকে
অতলান্তের দিকে--
কবি পরিচয় :

কোন মন্তব্য নেই