Header Ads

সম্প্রতিক জটিল সময়ের কবিতা


ভাইরাস - বিষ, বিষ



একটি মোম
কাঁচের গ্লাসে
সারি সারি ভেন্টিলেটর রুমে
রাবার সোল হাসপাতাল রুমে
হেঁটে চলেছেন
ফ্লোরেন্স নাইটিঙ্গিল
সাদা আ্যপ্রোন, প্রোটেকশন গীয়ার-নীল মাস্কে ঢাকা মুখ
চোখ থেকে গড়িয়ে পড়ছে
মুক্তার বিন্দু গুলি
মৃত্যু লিখছে ইতিহাস
সব অক্ষর থেমে গেছে
বিপ্রতীপ ্যাধি গ্রস্থ সময়
হামা দিচ্ছে সী বীচে, মলে,বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে
আ্যম্বুলেন্সের ভয়ার্ত সাইরেন
নগরের রাস্তাগুলির শিরদাঁড়া
কাঁপিয়ে মিলিয়ে যায়
অন্ধ পাতায় উঠছে ঝড়
ফ্লোরেন্স রা তবু হেঁটে চলছেন
পৃথিবীর নীরব হাসপাতাল এর করিডোর ধরে
মেডিসিন গন্ধ ঘরে
মৃত্যু চাদরে জীবনের গান
শুনিয়ে
অসংখ্য ফ্লোরেন্স নাইটিঙ্গিল
অন্ধকারে ধ্রুবতারা নীল আলো জ্বেলে
হেঁটে চলেছেন ভারতমহাসাগর থেকে
অতলান্তের দিকে--

কবি পরিচয় : 

কৃষ্ণা মিশ্র ভট্টাচার্য, ৫নিউ ক্যাম্পাস আই আই টি, জন্ম-কলকাতা, বড়হয়ে ওঠা-বরাক উপত্যকায়, শিক্ষা গত যোগ্যতা : ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তরগৌহাটি বিশ্ববিদ্যালয়, বর্তমানে দিল্লি প্রবাসী, সম্পাদিত পত্রিকা-আর্জব(অনিয়মিত), অভিধা, বিবেকানন্দ বিহার সংবাদ দিল্লি হাটার্স, poetry club of India,উন্মুক্ত উচ্ছ্বাস, বেলাভূমি সহ বিভিন্ন সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত, বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত ভাবে গল্প,কবিতা, প্রবন্ধ  প্রকাশিত হয়, প্রকাশিত বই :-সাপ শিশির খায় (গল্প গ্রন্থ), -দেবী দহন - (কবিতা গ্রন্থ), প্রকাশিতব্য গ্রন্থ - ফসিল হবার আগে - (কবিতা গ্রন্থ), অডিও ভিডিও কবিতা সিডি - দিল্লি হাটার্স তিন কবি

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.