সৌদি আরমকোর কাছে রিলায়েন্সের শেয়ার বিক্রির পরিকল্পনাটি কোভিড -১৯ সত্ত্বেও জীবন্ত আছে
নয়া ঠাহর প্রতিবেদন, নুতন দিল্লি : কোভিড -১৯ এর সংকট এবং দেশব্যাপী লকডাউন সত্ত্বেও সৌদি আরমকোকে তেল থেকে কেমিক্যাল (ও 2 সি) ব্যবসায়ের অংশ বিক্রয় করার রিলায়েন্স ইন্ডাস্টটিস লিমিটেডের পরিকল্পনাটি এখনো জীবন্ত ।
গত বছরের আগস্টে চেয়ারম্যান মুকেশ আম্বানি ২০২১ সালের মার্চ মাসের মধ্যে আরআইএলকে ঋণ মুক্ত সংস্থায় পরিবর্তন করার পরিকল্পনার অংশ হিসাবে সৌদি আরমকোকে ২০ শতাংশ শেয়ার বিক্রয় ঘোষণা করেছিলেন।
"কোভিড -১৯ সংকট এবং লকডাউন সত্ত্বেও ও2সি ব্যবসায়িক পরিকল্পনায় বিনিয়োগের জন্য উভয় পক্ষই প্রতিশ্রুতিবদ্ধ এবং সক্রিয়ভাবে নিয়োজিত রয়েছে," সংস্থার বোর্ডের বৈঠকের পর এক বিবৃতিতে বলেছে বৃহস্পতিবার।
আরআইএল বোর্ড সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল সংস্থাকে ২০% শেয়ার বিক্রয় করতে ও ৭৫ বিলিয়ন ডলার মূল্যের ও2সি ব্যবসাকে অন্য এক বিভাগে পরিণত করার অনুমোদন দিয়েছে।
ও2সি ব্যবসায়কে পৃথক সত্তা হিসাবে গড়ে তোলার জন্য জাতীয় আইন ট্রাইব্যুনালের কাছে যাওয়ার পরিকল্পনাও অনুমোদন করেছে বোর্ড।
কোন মন্তব্য নেই