Header Ads

আর্সেনিক এলবাম-৩০ করোনা সংক্রমণে ইমিউনিটি বাড়ায় বলে দাবি করলেন বিশিষ্ট ডাক্তার পবন শর্মা



নয়া ঠাহর, গুয়াহাটি : ভারত সরকারের আয়ুষ মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে আর্সেনিক এলবাম-৩০ নামে হোমিওপ্যাথিক ঔষধটি সারা দেশে সাড়া ফেলেছে। গুজরাট, দিল্লি সহ বিভিন্ন রাজ্যে করোনা ভাইরাসের প্রতিরোধমূলক ঔষধ হিসাবে বিরাট চাহিদা রয়েছে বলে জানালেন গুয়াহাটি রিজিওনাল ইনস্টিটিউট অব  হোমিওপ্যাথিকের বিশিষ্ট ডাক্তার পবন শর্মা। তিনি বলেন, শুধু গুজরাটে প্রায় ৭ লক্ষ ইউনিট ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। অসমের কথা উল্লেখ করে বলেন, গেমভিলেজে প্রায় ৫০০ ইউনিট, সিবিআই কার্যালয়ের কয়েকশো অফিসার-কর্মী ঔষধটি গ্রহণ করে আজ মহানগরের ফরেস্ট গেটে পারিজাত মোমেন্টস নামে এক আবাসিক কমপ্লেক্সে এই ঔষধটি বিতরণ করা হয়। আবাসিক সুজন মজুমদার জানান, প্রায় ১৫০ জনের জন্য আর্সেনিক এলবাম-৩০ দেওয়া হয়েছে। আজ ভেটাপাড়াতে ইনস্টিটিউটে নিজের চেম্বারে বসে ডাক্তার শর্মা বলেন, সবসময় দূরত্ব বজায় রেখে, মাস্ক পরে, পুষ্টিজনক খাবার, সাধারণ যোগব্যায়াম, একটু হাঁটা-হাঁটি, বিশেষকরে মনকে চাপ মুক্ত রাখা, টেনশন ফ্রী থাকলে শরীরে ইমিউনিটি বাড়ে। অসমে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা খুব ধীরে ধীরে বাড়ছে। সে প্রসঙ্গে ডাক্তার শর্মা বলেন, ধীরে ধীরে বাড়ায় ভালো। তাতে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.