বাইরে থেকে আসা মানুষদের ইনারলাইন পারমিট এর মত অনুমতি নিয়ে অসমে প্রবেশ করতে হবে
অমল গুপ্ত : অসমের বাইরে থেকে যারা অসমে প্রবেশ করবে ইনার
লাইন পারমিট-এর মত অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। তাদের নাম ধাম ঠিকানা সব রেকর্ড রাখবে
সরকার। সরকার ইনারলাইন পারমিট-এর মত এক নিয়ম কানুন তৈরি করবে। আজ এক সাংবাদিক সম্মেলনে
স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা একথা জানান। করোনা ভাইরাস সম্পর্কে বলেন, গত ২৪ ঘন্টায় একটিও পজিটিভ কেস নেই। ৫ টি কেন্দ্রে ২০০০ জনের স্বাস্থ্য
পরীক্ষা করা হয়, ১৬৫ টি ফলাফল জানা যায়নি। নিজামুদ্দিনের
অনুষ্ঠানে ৮৩১ জন অসম থেকে গিয়েছিলেন, ৫০ জন ছাড়া সব
অসমে এসেছেন, তারা যদি আজকের মধ্যে স্বাস্থ্য বিভাগের সঙ্গে
যোগাযোগ না করে তবে প্রত্যেকের বিরুদ্ধে পুলিশ থানায় অভিযোগ দায়ের করা হবে। তিনি
জানান, তাদের হাতে ৩৬ হাজার এন ৯৫ মাস্ক আছে, ৩৯৪১টি পার্সোনাল
প্রটেকশন ইউকিউপমেন্ট আছে। সরকার ত্রিস্তরের মাস্ক তৈরির সব ব্যবস্থা করেছে।
পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে তা প্রস্তুত করা হবে। তিনি জানান, তার আহ্বানে সাড়া
দিয়ে সরকারি কর্মচারীরা বেতন পাওয়ার আগেই ৫ জন করে গরিব মানুষের মধ্যে চাল-ডাল
বন্টন করছে, বিহু উৎসবের আগে এই উপহার পেলে ২৫ লাখ গরিব
মানুষ উপকৃত হবে। ৮ এপ্রিল সরকারি কর্মচারীদের বেতনের টাকা রিলিজ করে দেওয়া হবে।
তাই ৯ এপ্রিল দিনটিকে তিনি ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেন। স্বাস্থ্যমন্ত্রী এক
পোর্টাল খোলার কথা ঘোষণা করেন। সব কর্মচারী ৫ জনকে, ক-ফোর্থ গ্রেডের
কর্মচারীদের তিন জন এবং আই এ এস অফিসারদের ১০ জন করে গরিব মানুষের
মাঝে কম করে ৬০০ টাকার চাল-ডাল প্রভৃতি দেওয়ার আর্জি জানিয়েছেন মন্ত্রী।
কোন মন্তব্য নেই