আরএসএস- এর ত্রাণ বন্টন শিলচরে
নয়া ঠাহর
প্রতিবেদন, বিহাড়া: করোনা মোকাবিলায় লকডাউনে ভারতবর্ষ। সবাই গৃহবন্দি।
খেটে খাওয়া মানুষ বিপাকে। তাই এই সময় আর্ত জনের সেবাকেই পরম ধর্ম মনে করে
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, সেবা ভারতী ও
এন.এম.ও র যৌথ উদ্যোগে শিলচর নগরে চলছে সেবা কার্য। লকডাউন প্রভাবিত দুস্ত
দরিদ্রদের মধ্যে বন্টন করা হচ্ছে চাল, ডাল, আলু, সয়াবিন, তেল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী।
কচুদরমে বারো নম্বর গ্রামের ৩০ টি পরিবারে RSS এর ত্রানসামগ্রী বিতরন.
অরুনাচলের কুমার পাড়া অঞ্চলে ৪১টি পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরন
শিলচরের বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী বন্টনের ছবি..
আইরংমারা খণ্ডে কেশব স্মারক সংস্কৃতি সুরভি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ত্রান বিতরন..
কোন মন্তব্য নেই