পুলিশ, স্বাস্থ্যকর্মী ও সাংবাদ কর্মীদের সংবর্ধনা ডলু সরস্বতী শিশু নিকেতনের
বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়া : করোনা মহামারীর প্রকোপে সমগ্র বিশ্ব। হু হু
করে বাড়ছে সংক্রমণ তথা মৃতের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে লকডাউন অব্যাহত। এই
বিকট পরিস্থিতিতে যারা দিন রাত নিজের কথা না ভেবে সমাজের কল্যাণে নিয়োজিত আছেন
তাদেরকে কৃতজ্ঞতা জানাতে প্রস্তুত সমগ্র দেশবাসী। রবিবার ডলু সরস্বতী শিশু
নিকেতনের পক্ষ থেকে বড়খলা পুলিশ প্রশাসন, স্বাস্থ্যকর্মী ও সাংবাদ কর্মীদের ফুলাম গামছা, খাবারের পেকেট ও উপহারাদি দিয়ে সংবর্ধনা
জানানো হয়। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান আচার্য বিবেকানন্দ দেব পুরকায়স্থ,
রাষ্ট্রীয় স্বয়ংসেবক
সঙ্ঘের পশ্চিম কাছাড় জেলা কার্যবাহ অভিজিৎ দাস, অজিত দাস, কল্লোলজিৎ চক্রবর্তী, সুকান্ত রায়, মেঘাঞ্জন চক্রবর্তী সহ বিদ্যালয়ের প্রাক্তন
ছাত্র ও অন্যরা। বিদ্যালয়ের এধরণের প্রয়াসে প্রশাসন, স্বাস্থ্যকর্মী ও সাংবাদ কর্মীরা সাধুবাদ
জানিয়েছেন।









কোন মন্তব্য নেই